বিরোধীরা আন্দোলনে নামলে আমরাও পাল্টা আন্দোলনে যাব বিরোধীরা আন্দোলনে নামলে আমরাও পাল্টা আন্দোলনে যাব – দৈনিক পাবনা
  1. admin@dainikpabna.com : admin :
  2. rakibhasnatpabna@gmail.com : Rakib Hasnat : Rakib Hasnat
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৫৬ অপরাহ্ন
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পাবনায় ভোট না করায় চেয়ারম্যানের বাড়িতেই চেয়ারম্যানকে হুমকি দিল আ.লীগ নেতা! ৮ বছর আগে মারা গেছেন, প্রধান আসামি করে ভূমি কর্মকর্তার মামলা! চরতারাপুরে শিক্ষককে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার আসামী আমিরুল গ্রেপ্তার সাদুল্লাপুর ইউনিয়নে দৃষ্টিনন্দন ‘গোলঘর’ শুভ উদ্বোধন  পাবনায় দপ্তরীর হাতে প্রাথমিক শিক্ষক লাঞ্চিত পাবনা বিআরটিএ অফিসে দালালদের আখড়া, টাকা ছাড়া ফাইল জমা হয়না! শরীফার গল্প’ নিয়ে যে সিদ্ধান্ত হলো সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে বিসিএস ক্যাডার হ্যাপী নিখোঁজ সুজানগরে নৌকার মনোনয়ন প্রত্যাশী শাহিনুজ্জামান শাহীনের উঠান বৈঠক পাবনায় ব্র্যাক স্কুলে মেয়েদের ক্রিকেট-ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিরোধীরা আন্দোলনে নামলে আমরাও পাল্টা আন্দোলনে যাব

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ২ বছর আগে
  • ৭৯ বার পঠিত

কৃষিমন্ত্রী‌ ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিরোধী দলগুলো আন্দোলনের হুমকি দিচ্ছে। এরকম হুমকি তারা মাঝেমধ্যেই দেয়। আগামী ঈদের পর, পূজার পর, এমনটা তারা মাঝেমধ্যেই বলে। আওয়ামী লীগ গণমানুষের দল। আমাদের পায়ের তলায় মাটি আছে, জনগণ আমাদের সঙ্গে আছে। যারা আন্দোলনের হুমকি দিচ্ছে, এই জনগণকে সঙ্গে নিয়েই তাদের বিরুদ্ধে আমরা পাল্টা আন্দোলনে যাব।

বৃহস্পতিবার (২ জুন) বিকেলে বাংলাদেশ কৃষক উন্নয়ন‌ সোসাইটির আয়োজনে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) বিদ্যালয় মাঠে লিচু মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

 

কৃষিমন্ত্রী‌ বলেন,‌ আমরা সংবিধানের বাইরে কিছু বলি না। নির্বাচন সরকার করবে না, নির্বাচন করবে নির্বাচন কমিশন। পৃথিবীর সব গণতান্ত্রিক দেশেই নির্বাচিত সরকারের অধীনে স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচনের আয়োজন করে। আমাদের দেশেও তা-ই হবে।

চালের বাজার নিয়ে কৃষিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে গমের দাম যখন বাড়বে তখন চালের ওপরেও প্রভাব পড়বে। এজন্য অনেক অসাধু ব্যবসায়ী চাল মজুত করছে। সম্প্রতি একটা গোডাউনে ৫ হাজার মেট্রিক টন চাল পাওয়া গেছে। আর বছরের শুরুতেই প্রচুর বৃষ্টি হওয়ায় ধান উৎপাদনে সমস্যা হয়েছে।

হাওর এলাকায় ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, উৎপাদনও কিছুটা কম হয়েছে। কিন্তু সারাদেশে গত বছরের চেয়ে ধান উৎপাদন বেশি হয়েছে। তাই আমার আশা ধানের দাম কমবে। ফলে চালের দাম বাড়ার কোনো কারণ নেই।

লিচুর রাজধানী ঈশ্বরদীতে গবেষণাগার নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, শুধু লিচুর জন্য নয়, লিচু, পেয়ারা, বরই, আম সবকিছু নিয়ে আমরা অনেকগুলো উদ্যোগ নিয়েছি, ভবিষ্যতে দেখতে পাবেন। আমি আসছি এগুলোর জন্যই। আর ঈশ্বরদীর বিমানবন্দর চালু নিয়ে প্রধানমন্ত্রী ভালো বলতে পারবেন।

এর আগে দুুপুর দেড়টার দিকে ঈশ্বরদীর দাশুড়িয়ার নওদাপাড়া গ্রামে একটি লিচুর বাগান পরিদর্শন করেন তিনি । দুপুর ৩টার দিকে বিএসআরআই বিদ্যালয় মাঠে লিচু মেলার উদ্বোধন করেন এবং মেলার স্টল পরিদর্শন করেন। পরে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন।

পাবনা-৪ আসনের সংসদ সদস্য মো. নুরুজ্জামান বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, সংরক্ষিত নারী-১৬ আসনের সংসদ সদস্য হোসনে আরা বেগম, সংরক্ষিত নারী-২১ আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খনম, সংরক্ষিত নারী-৪২ (পাবনা) আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক পাবনা
Themes Customized By Shakil IT Park