পাবনায় শিশু স্কুল শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা পাবনায় শিশু স্কুল শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা – দৈনিক পাবনা
  1. admin@dainikpabna.com : admin :
  2. rakibhasnatpabna@gmail.com : Rakib Hasnat : Rakib Hasnat
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
চাটমোহর উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন আতিকুর রহমান আতিক পাবনায় ভোট না করায় চেয়ারম্যানের বাড়িতেই চেয়ারম্যানকে হুমকি দিল আ.লীগ নেতা! ৮ বছর আগে মারা গেছেন, প্রধান আসামি করে ভূমি কর্মকর্তার মামলা! চরতারাপুরে শিক্ষককে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার আসামী আমিরুল গ্রেপ্তার সাদুল্লাপুর ইউনিয়নে দৃষ্টিনন্দন ‘গোলঘর’ শুভ উদ্বোধন  পাবনায় দপ্তরীর হাতে প্রাথমিক শিক্ষক লাঞ্চিত পাবনা বিআরটিএ অফিসে দালালদের আখড়া, টাকা ছাড়া ফাইল জমা হয়না! শরীফার গল্প’ নিয়ে যে সিদ্ধান্ত হলো সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে বিসিএস ক্যাডার হ্যাপী নিখোঁজ সুজানগরে নৌকার মনোনয়ন প্রত্যাশী শাহিনুজ্জামান শাহীনের উঠান বৈঠক

পাবনায় শিশু স্কুল শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ২ বছর আগে
  • ১৪৮ বার পঠিত

পাবনা সদর উপজেলার চরতারাপুরে প্রতিবেশির মাথরুম থেকে রোমিও (৮) নামের ৩য় শ্রেণির এক স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে- তাকে পিটিয়ে হত্যা করে মরদেহ মাথরুমে ফেলে রাখা হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) ভোর সকালে চর তারাপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের মির্জা মশিউর রহমানের বাড়ির বাথরুম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রোমিও বালিয়াডাঙ্গী গ্রামের মাসুদ আলীর ছেলে ও বালিয়াডাঙ্গী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকালে বাসা থেকে বের হয়ে আর ফিরেনি। অনেক খোঁজাখুজি করে তাকে না পেয়ে এলাকায় মাইকিংও করে পরিবারের লোকজন। আজ ভোরে ভোরে প্রতিবেশী মশিউরের বাড়ির বাথরুমে রোমিওর মরদেহ দেখতে পেয়ে তাদের খবর দেন প্রতিবেশীরা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের বড় ভাই রকি হোসেন জানান জানান, তাদের পরিবারের সাথে কারো কোন পূর্বশত্রুতা বা বিরোধ নেই। কারা কেন রোমিওকে হত্যা করেছে সে বিষয়ে কোন ধারণাই করতে পারছেন না তারা। হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বলা যাবে সে কিভাবে মারা গেছে।’

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক পাবনা
Themes Customized By Shakil IT Park