পাবনায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা পাবনায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা – দৈনিক পাবনা
  1. admin@dainikpabna.com : admin :
  2. rakibhasnatpabna@gmail.com : Rakib Hasnat : Rakib Hasnat
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:০৪ পূর্বাহ্ন
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
চাটমোহর উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন আতিকুর রহমান আতিক পাবনায় ভোট না করায় চেয়ারম্যানের বাড়িতেই চেয়ারম্যানকে হুমকি দিল আ.লীগ নেতা! ৮ বছর আগে মারা গেছেন, প্রধান আসামি করে ভূমি কর্মকর্তার মামলা! চরতারাপুরে শিক্ষককে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার আসামী আমিরুল গ্রেপ্তার সাদুল্লাপুর ইউনিয়নে দৃষ্টিনন্দন ‘গোলঘর’ শুভ উদ্বোধন  পাবনায় দপ্তরীর হাতে প্রাথমিক শিক্ষক লাঞ্চিত পাবনা বিআরটিএ অফিসে দালালদের আখড়া, টাকা ছাড়া ফাইল জমা হয়না! শরীফার গল্প’ নিয়ে যে সিদ্ধান্ত হলো সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে বিসিএস ক্যাডার হ্যাপী নিখোঁজ সুজানগরে নৌকার মনোনয়ন প্রত্যাশী শাহিনুজ্জামান শাহীনের উঠান বৈঠক

পাবনায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১ বছর আগে
  • ১০৪ বার পঠিত

পাবনার সুজানগর উপজেলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারি এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও সুজানগরের সাবেক এমপি সেলিম রেজা হাবিবসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বের হওয়া বিক্ষোভ মিছিল পুলিশের বাধার মুখে পড়েছে। এসময় নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজিত ছড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি চলে। তবে সিনিয়র নেতাদের মধ্যস্ততায় সংঘর্ষ এড়িয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরের দিকে সুজানগর থানার সামনে এঘটনা ঘটে। এদিন উপজেলার মানিকদীর ইদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কিছুদূর অতিক্রম করে থানার সামনে গেলে নেতাকর্মীরা পুলিশী বাধার মুখে পড়ে।

এসময় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাধা অতিক্রম করে মিছিল করতে চাইলে পুলিশ ব্যারিকেড দেয়। এতে বেশ কিছুক্ষণ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি চলে। একপর্যায়ে মিছিলে থাকা সিনিয়র নেতাদের মধ্যস্ততায় পরিস্থিতি শান্ত হয়। সিনিয়র নেতারা কর্মীদের ফিরিয়ে নিয়ে মানিকদীর ইদগাহ মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।

সমাবেশে বক্তারা বলেন, আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা বিক্ষোভ মিছিল বের করেছি। কিন্তু বর্তমান স্বৈরাচারী সরকারের আজ্ঞাবহ পুলিশ আমাদের মিছিলে বাধা দিয়েছে। সম্পূর্ণ শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়ে পুলিশ আমাদের আন্দোলনকে বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু আমাদের এই সংগ্রাম বানচাল করতে পারবে না। নেতাকর্মীরা আরও উজ্জীবিত হয়ে আন্দোলন চালিয়ে যাবে এবং এই অবৈধ ভোট ডাকাত সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না।

সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম বিশ্বাসের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, পাবনা সাবেক সহ- সভাপতি ও পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুসা,সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল,জেলা বিএনপি সাবেক যুগ্ন-সম্পাদক আব্দুল হালিম সাজ্জাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন পাবনা পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু, জেলা যুবদলের সাবেক সভাপতি মুসাব্বির হোসেন সন্জু, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট আবুল হোসেন,বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক রইচ উদ্দিন,পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন-সম্পাদক আবু বকর সিদ্দিক মকু, জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিটু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, সুজানগর উপজেলা বিএনপির সভানেত্রী লুৎফুর নাহার হাজারী, সুজানগর যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, যুবদলের সদস্য সচিব রিয়াজ মন্ডল, সুজানগর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সিদ্দিক বিশ্বাসসহ সুজানগর উপজেলা বিএনপি, পৌর বিএনপি সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতারা।

সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাননান বলেন, এবিষয়ে (মিছিলে পুলিশের বাধা) আমি কিছু বলতে পারবো না। বক্তব্য দিতে হলে আগে পাবনা পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে। তাদের অনুমতি ছাড়া আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য দিতে পারবো না।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক পাবনা
Themes Customized By Shakil IT Park