পাবনার সাঁথিয়ায় স্কুল থেকে ফেরার পথে মাঠের মধ্যে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ধর্ষণকারীর হাতে কামড় নিজেকে রক্ষা করে ওই ছাত্রী।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে উপজেলার নন্দনপুর ইউনিয়নের একটি মাঠে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ওই ছাত্রীর পিতা।
থানায় দেয়া লিখিত অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রাথমিক বিদ্যালয় থেকে ছুটির পর মঙ্গলবার বিকালে ওই ছাত্রী বসবাসরত আশ্রয়ণ প্রকল্পে ফেরার পথে একই গ্রামের বাসিন্দা জালাল উদ্দিন (৫৫) ছাত্রীকে মাঠের মধ্যে ঝাপটে ধরে ঘাসের জমিতে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই স্কুলছাত্রী চিৎকার দেয় এবং ধর্ষণ চেষ্টাকারীর হাতে কামড় দেয়।
তার চিৎকারে মাঠে কর্মরত কৃষকেরা ও তার মা এগিয়ে এলে ধর্ষণচেষ্টাকারী পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ রয়েছে, ধর্ষণচেষ্টাকারীরা খুবই প্রভাবশালী। ইতোমধ্যে স্থানীয়ভাবে মীমাংসা ও অভিযোগ তুলে নেয়ার হুমকি দেয়ায় ভিকটিম পরিবার ভীতসন্ত্রস্ত অবস্থায় রয়েছে বলে জানা গেছে।
সাঁথিয়া থানার ওসি আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।