Tags: আত্মহত্যা, সুজানগর, হত্যা
পাবনার সুজানগরে বন্যা খাতুন নামে গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ। তিনি উপজেলার দুলাই ইউনিয়নের আন্ধারকোঠা গ্রামের ফিরোজ হোসেনের স্ত্রী। বন্যা খাতুনের বাবা ইউনুস আলীর অভিযোগ তার মেয়েকে স্বামী ফিরোজ হোসেন নির্যাতনের পর হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছে। এ অভিযোগ অস্বীকার করে ফিরোজ হোসেন জানান, সবার অজান্তে সোমবার ভোর রাতে তার স্ত্রী আত্মহত্যা করেছে।
সুজানগর থানার (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে কিভাবে মৃত্যু হয়েছে সেটি জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।