সাদিপুরে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য যুবলীগ নেতাসহ আহত ৬ সাদিপুরে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য যুবলীগ নেতাসহ আহত ৬ – দৈনিক পাবনা
  1. admin@dainikpabna.com : admin :
  2. rakibhasnatpabna@gmail.com : Rakib Hasnat : Rakib Hasnat
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৬ অপরাহ্ন
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পাবনায় বাড়ি-ঘরে হামলা ও লুটপাটে নিঃস্ব রিকশাচালকের পরিবার চরতারাপুরে জমির পাট কেটে নিয়ে গেছে প্রতিপক্ষ , বিচারের জন্য ঘুরছে দ্বারে দ্বারে পাবনা-৩ আসনে নৌকার মনোনয়ন চান ফরিদপুরের মেয়র কামরুজ্জামান মাজেদ সুজানগরে যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়নের শুভ উদ্বোধন  নিয়ম বহির্ভূত ভোটার তালিকায় নির্বাচনের পাঁয়তারার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে! প্রতারণা ও জোর করে পাবনায় ভাড়াটিয়ার বিরুদ্ধে ক্লিনিক দখলের অভিযোগ সাবেক ছাত্রনেতা সুইটের গাড়ি বহরে হামলা ও ভাংচুরের অভিযোগ সভাপতি হতে মাদরাসা সুপারকে সাঁথিয়া মেয়রের কক্ষে আটকে রেখে নির্যাতন পাবনায় মামুন মটরসের নতুন আউটলেট উদ্বোধন  সাদুল্লাপুর ইউনিয়ন আ.লীগের উঠান বৈঠক 

সাদিপুরে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য যুবলীগ নেতাসহ আহত ৬

দৈনিক পাবনা ডেস্ক
  • আপডেট সময় : ৩ মাস আগে
  • ২২ বার পঠিত

 

পাবনার সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ার কুমারখালি উপজেলায় জমিজমা সংক্রান্ত পুর্ব বিরোধের জেড়ে স্থানীয় ইউপি সদস্য, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ ৬ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গুরুতর আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৪ জুন) দুপুরে কুমারখালি থানায় ১০ জনের নামে মামলা দায়ের হয়েছে। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহসিন হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার (২২ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের চাঁদপুরে এ ঘটনা ঘটে।

জাহাঙ্গীর আলম মালিথা চাঁদপুর গ্রামের গিয়াস উদ্দিন মালিথার ছেলে। তিনি সাদিপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি সদস্যরও সাদিপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতির দায়িত্বে আছেন। আহত অন্যরা হলেন- জাহাঙ্গীর আলমের ভাই আলতাব হোসেন (২৫), সাগর হোসেন (২৫), রফিকুল ইসলামের ছেলে কামরুজ্জামান তুষার (২৭), আসমা খাতুন (৫০), আব্দুল আলিম মালিথা (৩২)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে,কুষ্টিয়ার কুমারখালীর সাদিপুরের মৃত নাছু প্রামানিকের ছেলে ইকবাল হোসেন, বাবু প্রামানিকের ছেলে পলাশ হোসাইন, কালাম প্রামানিকের ছেলে ইসমাঈল হোসেন ও ইব্রাহিম হোসেন, নায়েব আলীর ছেলে রাসেলসহ বেশ কয়েকজন পুর্ব থেকে ওৎপেতে বসে ছিলেন। ঘটনার দিন দুপুর ১২ টার দিকে ইউপি সদস্য ও যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম সাদীপুর ইউনিয়ন পরিষদে কাজ শেষে বাড়ি ফিরছিলেন।

এসময় জমিজমা সংক্রান্ত পুর্ব বিরোধের জেড়ে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র হাসুয়া, লোহার রড, লোহার পাইপ, কাঠের বাটাম, বাঁশের লাঠি ইত্যাদি দিয়ে ইউপি সদস্যের উপর হামলা চালায়। এসময় স্বজনরা এগিয়ে আসলে অভিযুক্তরা বেশ কযেকজনকে কুপিয়ে মারাত্বক জখম করে দ্রুত পালিয়ে যায়। আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ভূক্তভোগী পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছে।

ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের ভাই সৌরভ হোসেন সবুজ বলেন, এঘটনায় আমি বাদী হয়ে ইকবাল হোসেনকে প্রধান আসামী করে কুমারখালি থানায় মামলা দায়ের করেছি। ইনশাআল্লাহ আমরা ন্যায়বিচার পাবো।

ইউপি সদস্যদ জাহাঙ্গীর আলম বলেন, জমিজমা সংক্রান্ত পুর্ব বিরোধের জেড়ে আমাকে হত্যার উদ্যেশে অতর্কিত হামলা চালায়। এ সময় আমি কোনভাবে প্রাণে বেঁচে যাই। হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছি। এখন আমরা পুরো পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছি। হামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করে অবিলম্বে তাদেরকে গ্রেফতারের আহবান জানান তিনি।

এ বিষয়ে মুঠোফোনে মামলার প্রধান আসামী ইকবাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এজন্য বক্তব্য পাওয়া যায়নি।

সাদিপুর ইউপি চেয়ারম্যান মেছের আলী খা বলেন, আমার পরিষদের ইউপি সদস্য ও তাদের ভাইদের উপর অতর্কিত হামলা হয়েছে। এমন কাজ কোন মানুষ করতে পারেনা। হামলাকারীদের শাস্তি হওয়া দরকার। আমিও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করব।

কুষ্টিয়ার কুমারখালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহসিন হোসাইন বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ আসার পর সেটি মামলায় নথিভুক্ত করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তাও নিয়োগ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক পাবনা
Themes Customized By Shakil IT Park