পুনরায় ক্ষমতায় থাকতে নানা টালবাহানা শুরু করেছে বর্তমান সরকার। কিন্তু দেশের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির নেতাকর্মীরা সরকারের সে আশা পূর্ণ হতে দেবে না। সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা ঘরে ফিরবে না বলে মন্তব্য করেছেন, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ খান।
সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় পাবনা সদর গোরস্থান ও ঈদগাহ মাঠে রাজশাহী বিভাগীয় কৃষক দলের আয়োজনে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষকদলের কেন্দ্রীয় সহসভাপতি ও পাবনা-৫ আসনের জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শফিউল আলমের সঞ্চালনায় সভায় ভার্চুয়ালে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মামুনুর রশিদ বলেন, সরকার আগামী নির্বাচনকে কেন্দ্র করে পাগল হয়ে গেছে। তারা বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে আজকে গণমাধ্যমের ওপর তারা জুলুম নির্যাতন শুরু করেছে। সত্য তুলে ধরলেই তাদের মামলা দিয়ে হুমকি দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। এই অসহনীয় দ্রব্যমূল্য ও সরকারের লুটপাটের কারণে মানুষ যে কষ্ট আছে সেই কষ্টগুলোও আজকে গণমাধ্যমকর্মীরা তুলে ধরতে পারছে না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আওয়াল মিন্টু,চাঁপাইনবাবগঞ্জের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ন মহাসচিব হারুনর রশিদ হারুন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
আরো উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির আহবায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক চন্দন সাহেব। এছাড়াও পাবনা জেলা বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দেশ ও মানুষের মুক্তির কামনায় বিশেষ দোয়া ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।