এম এ খালেক খান: উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম ৮ জুলাই টিএমএসএসের অপারেশন-৪ রংপুর ডোমেইনের আওতাধীন পরিচালিত টিএমএসএসের কার্যক্রম পরিদর্শন করে কর্মকর্তাদের সাথে আলোচনা ও মতবিনিময় করেন।
অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম হেলিকপ্টারে যোগে টিএমএসএসের রংপুর ডোমেইন কার্যালয়ে পৌছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান টিএমএসএসের রংপুর ডোমেইন প্রধান যুগ্ম পরিচালক মোঃ সাজ্জাদুর রহমান ও অন্য কর্মকর্তাগন।নির্বাহী পরিচালক কর্মকর্তাদের সাথে আলোচনা ও মতবিনিময় করে কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করতে হবে।তিনি কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।তিনি বলেন টিএমএসএস লাভের আশায় নহে সেবার মনোভাব নিয়েই সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।টিএমএসএসের সকল মানবিক কর্মকান্ড গুলি সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য তিনি সকল কর্মকর্তাদের প্রতি আহবান জানান।টিএমএসএসের রংপুর ডোমেইনের,ডোমেইন প্রধান যুগ্ম পরিচালক মোঃ সাজ্জাদুর রহমান টিএমএসএসের রংপুর ডোমেইনের আওতাধীন পরিচালিত সকল কার্যক্রম নির্বাহী পরিচালক কে অবহিত করেন।
এ সময় টিএমএসএসের বগুড়া ফাউন্ডেশন অফিসের কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,রংপুরের সহকারী ডোমেইন প্রধান মোঃ রফিকুল ইসলাম,নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,রংপুর জোন প্রধান মোঃ ইসমাইল হোসেনসহ টিএমএসএসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।এর পরে অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম রংপুরস্থ টিএমএসএসের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে বিভিন্ন স্থান ঘুরে ফিরে দেখেন।তিনি রংপুর অঞ্চলে টিএমএসএসের সামাজিক ও মানবিক কর্মকান্ড সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।