ডেস্ক নিউজঃ গত ৩০/৭/২২ ইং বুধবার রাতে শীতলপুর সুদেব কুন্ডর বাসায় ৭/৮ জনের একটা অস্ত্রসহ ডাকাতদল ডাকাতির চেষ্টা করে পরে তাৎক্ষণিক টহল পুলিশ আশায় ডাকাতরা চলে যায়।গত শুক্রবার দিবাগত রাতে কাজিরহাট ঘাটে মতিনের মুদি দোকানে ভয়াবহ চুরি হয়, মতিনের দোকানের টিনের চালা কেটে দোকানে প্রবেশ করে দোকান থেকে প্রায় ৫০ হাজার টাকা মালামাল চুরি করে নিয়ে যায়, পরবর্তীতে একজনকে চুরির সন্দেহ আটক করে থানা সোপর্দ করলে হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়।এর আগে গত ২৫ জুলাই রাতে পুরান মাসুমদিয়া আলহাজ্ব রোকন উদ্দীন মোল্লার বাড়িতে ডাকাতি হয়,একই রাত্রে কাজিরহাটের ফ্লেক্সিলোড ব্যবসায়ী সজিবের কাছ থেকে জোর করে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং তাকে পিছন থেকে আঘাত করলে সজিব গুরুতর আহত হয়,তাকে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনার পরদিনই যদুপুরে একটি বাড়িতে ডাকাতি হয়। গত এপ্রিল মে মাসে কাজির হাট ঘাটে ৮/৯ মদি দোকানে চুরি হয়েছে।পাবনা জেলার আমিনপুর থানাধীন শীতলপুর গ্রামে গত এপ্রিল মাসে ভয়াবহ চুরি সংঘটিত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায় পাওয়ার গ্রিডে কর্মরত প্রকৌশলী মহসিন আলমের বাসার গ্রিল ও দরজার হ্যাজবল্ট ভেঙ্গে টিভি,ফ্রিজ, স্বরনালঙ্কার, দামী তৈজসপত্র সহ বহু মুল্যবান সামগ্রী চুরি হয়
এছাড়া, এলাকাবাসী মারফত জানা যায়, এধরণের চুরির ঘটনা মাঝে মাঝেই সংঘটিত হচ্ছে। এতে জনগনের জান ও মালের নিরাপত্তা নিয়ে ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে।
এব্যাপারে আমিনপুর থানায় অভিযোগপত্র দায়ের করা হয়েছে।
একালাবাসির সাথে কথা জানা যায়, প্রতিটি বাড়ির মানুষ আতংকে রাত যাপন করছে,সন্ধ্যা হলে কেউ ঘরের বাইর বের হয় না কেউ। আতংকে দিন কাটছে এলাকাবাসীর। এ ঘটনার প্রেক্ষিতে গত তারিখে পুরান মাসুমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমিন থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রওশন আলী, মাসুমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ শহিদুল হক ও গ্রামবাসীর সমন্বয়ে
চুরি ডাকাতি জুয়া খেলা মাদকের বিরুদ্ধে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।