পাবনার চাটমোহরে মৌমাছির কামড়ে কালু প্রামানিক (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (০৪ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার রতনপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত কালু প্রামানিক উপজেলার হরিপুর ইউনিয়নের বরুরিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহতরা হলেন- উপজেলার হরিপুর ইউনিয়নের লাউতিয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে জুয়েল রানা (২৪), ধরইল গ্রামের মৃত খোদাবক্স প্রামানিকের ছেলে আমজাদ হোসেন (৬৫) ও ধুলাউরি গ্রামের ফকির উদ্দিনের ছেলে হযরত আলী (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে ভ্যানচালক কালু প্রামানিক চাটমোহর থেকে তিনজন যাত্রী নিয়ে উপজেলার রেল বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মূলগ্রাম ইউনিয়নের রতনপুর এলাকায় পৌঁছালে হঠাৎ একদল মৌমাছি উড়ে এসে তাদের কামড়ানো শুরু করে। এ সময় তাদের চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কালু প্রামানিককে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আলমাস আহমেদ আবির বলেন, মৌমাছি কামড়ানোর পর স্থানীয় লোকজন তাদের হাসপাতালে নিয়ে আসেন। তাদের মধ্যে কালু প্রামানিককে মৃত পাওয়া যায়। হাসপাতালে আনার পথেই তিনি মারা গেছেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে মুলগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি ঢাকা পোস্টকে বলেন, ঘটনার সময় আমি সেখান দিয়ে যাচ্ছিলাম। চারজনকে মৌমাছি কামড় দিয়েছিল। পরে শুনি হাসপাতালে নেওয়ার পর ভ্যানচালক মারা গেছেন।