মেহেরপুরে টিএমএসএসের নতুন শাখা উদ্বোধন মেহেরপুরে টিএমএসএসের নতুন শাখা উদ্বোধন – দৈনিক পাবনা
  1. admin@dainikpabna.com : admin :
  2. rakibhasnatpabna@gmail.com : Rakib Hasnat : Rakib Hasnat
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:০৩ অপরাহ্ন
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পাবনায় প্রভাবশালীদের অবৈধ বালু উত্তোলনে ভাঙন! শত শত বিঘা ফসলি জমি বিলীন সাদুল্লাপুরে ৩০ কেজির বস্তায় ২৫ কেজি চাল দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে  পাবনায় ২২ মামলায় বিএনপি-জামায়াতের ৩৫১ নেতাকর্মী গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ অবরোধ ও সহিংসতার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল চরতারাপুরে সুদের টাকা আদায়ে বৃদ্ধার ঘরে তালা দিল কারবারীরা! চরতারাপুরে ইলিশ ধরা থেকে বিরত রাখতে জেলেদের মাঝে চাল বিতরণ পাবনায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আ.লীগ নেতার ব্যতিক্রমী উদ্যোগ পাবনায় বাড়ি-ঘরে হামলা ও লুটপাটে নিঃস্ব রিকশাচালকের পরিবার চরতারাপুরে জমির পাট কেটে নিয়ে গেছে প্রতিপক্ষ , বিচারের জন্য ঘুরছে দ্বারে দ্বারে

মেহেরপুরে টিএমএসএসের নতুন শাখা উদ্বোধন

দৈনিক পাবনা ডেস্ক
  • আপডেট সময় : ৮ মাস আগে
  • ৩৫ বার পঠিত

আঃ খালেক পিভিএম,পাবনা : উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত অপারেশন-৬,খুলনা   ডোমেইনের,কুষ্টিয়া জোনের অধীন,মেহেরপুর জেলার সদর উপজেলার,চুয়াডাঙ্গা অঞ্চলের টিএমএসএসের বারাদী নতুন শাখা ২৯ মার্চ ২০২৩ আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

টিএমএসএসের বারাদি নতুন শাখার,শাখা প্রধান মোঃ ছানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধনে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য ৭ নং বারাদি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোমিনুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইএসআইসি ব্যাংকের বারাদি শাখার ম্যানেজার উম্মে নূসরাত। টিএমএসএস কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা ডোমেইনের,ডোমেইন প্রধান যুগ্ম পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক,কুষ্টিয়া জোন প্রধান মোঃ মাহবুবুর রহমান,চুয়াডাঙ্গা অঞ্চল  প্রধান মোঃ আবু বকর সিদ্দিক,টিএমএসএসের সরোজগঞ্জ শাখা প্রধান মোঃ সাহাবুল হোসেন ও ডাক বাংলা শাখা প্রধান মোঃ আঃ রহিম প্রমুখ।প্রধান অতিথি মোঃ মোমিনুল ইসলাম বলেন টিএমএসএস একটি স্বেচ্ছাসেবী বে-সরকারি উন্নয়ন মূলক প্রতিষ্ঠান হিসাবে সারা দেশ ব্যাপী প্রত্যন্ত অঞ্চলের ভূমিহীন,দরিদ্রহীন ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।এ প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন কর্মসূচী অত্যন্ত সফলতার সাথে বাস্তবায়িত হচ্ছে।এরই ধারাবাহিকতায় এ উপজেলার বারাদি নতুন শাখা উদ্বোধনের মাধ্যমে এলাকার বিভিন্ন সামাজিক কার্যক্রম বাস্তবায়িত হবে।তিনি কর্মকর্তাদের এ শাখার কর্ম এলাকায় বিভিন্ন প্রকল্প চিহ্নিত করে দ্রুত বিভিন্ন প্রকল্পে কার্যক্রম পরিচালনা করতে পরামর্শ দেন।

এ এলাকায় টিএমএসএসের শাখা উদ্বোধন করায় টিএমএসএসের কর্মকর্তাদের ধন্যবাদ ও কর্তৃপক্ষ প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।বিশেষ অতিথি উম্মে নূসরাত সদস্যদের মধ্যে ঋণ বিতরণে সতর্কতা অবলম্বন করতে কর্মকর্তাদের আহবান জানান।তিনি অপার সম্ভাবনাময় এ এলাকায় টিএমএসএসের কার্যক্রময়ে দ্রুত গতিশীল আনতে কর্মকর্তাদের পরামর্শ দেন।টিএমএসএসের ডোমেইন প্রধান মোঃ আব্দুর রাজ্জাক কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।তিনি কর্মকর্তাদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রস্তুত করে গড়ে তোলার প্রতি গুরুত্ব দেন।মোঃ আব্দুর রাজ্জাক আরো বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীলতা ও বেগবান করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে।এ সময় তিনি নতুন বছরের বার্ষিক কর্মসূচী যথাযথ পালন করার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান।নতুন শাখা উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে টিএমএসএসের অন্যান্য কর্মকর্তা,নতুন শাখা এফএস, এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,নানা শ্রেণী পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,টিএমএসএসের নবাগত সদস্যবৃন্দ,এনজিও কর্মী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে টিএমএসএসের ১০ জন নতুন সদস্যদের মধ্যে ৭ লক্ষ ৫০ হাজার টাকা বিনিয়োগের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে নতুন শাখার কার্যক্রম শুরু হয়।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক পাবনা
Themes Customized By Shakil IT Park