বিএনপি জামায়াতকে চিরতরে দাতঁ ভাঙা জবাব দেয়া হবে: কামরুজ্জামান উজ্জ্বল  বিএনপি জামায়াতকে চিরতরে দাতঁ ভাঙা জবাব দেয়া হবে: কামরুজ্জামান উজ্জ্বল  – দৈনিক পাবনা
  1. admin@dainikpabna.com : admin :
  2. rakibhasnatpabna@gmail.com : Rakib Hasnat : Rakib Hasnat
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৭ অপরাহ্ন
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পাবনায় বাড়ি-ঘরে হামলা ও লুটপাটে নিঃস্ব রিকশাচালকের পরিবার চরতারাপুরে জমির পাট কেটে নিয়ে গেছে প্রতিপক্ষ , বিচারের জন্য ঘুরছে দ্বারে দ্বারে পাবনা-৩ আসনে নৌকার মনোনয়ন চান ফরিদপুরের মেয়র কামরুজ্জামান মাজেদ সুজানগরে যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়নের শুভ উদ্বোধন  নিয়ম বহির্ভূত ভোটার তালিকায় নির্বাচনের পাঁয়তারার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে! প্রতারণা ও জোর করে পাবনায় ভাড়াটিয়ার বিরুদ্ধে ক্লিনিক দখলের অভিযোগ সাবেক ছাত্রনেতা সুইটের গাড়ি বহরে হামলা ও ভাংচুরের অভিযোগ সভাপতি হতে মাদরাসা সুপারকে সাঁথিয়া মেয়রের কক্ষে আটকে রেখে নির্যাতন পাবনায় মামুন মটরসের নতুন আউটলেট উদ্বোধন  সাদুল্লাপুর ইউনিয়ন আ.লীগের উঠান বৈঠক 

বিএনপি জামায়াতকে চিরতরে দাতঁ ভাঙা জবাব দেয়া হবে: কামরুজ্জামান উজ্জ্বল 

দৈনিক পাবনা ডেস্ক
  • আপডেট সময় : ২ মাস আগে
  • ৩৫ বার পঠিত

‘বিএনপি এক দফার আন্দোলন করছে তিন বছর ধরে। তাদের কোনো দফাই আলোর মুখ দেখছে না। এক দফার আন্দোলনের নামে জ্বালাও, পোড়াও করলে তাদের কোনো ছাড় দেয়া হবে না। মাঠেই তাদের প্রতিহত করবে আওয়ামীলীগ। বাংলাদেশ আর কখনো পাকিস্তান হবে না। বিএনপি জামায়াত যে স্বপ্ন দেখছে সেটা স্বপ্নই থেকে যাবে।’
শনিবার (২৯ জুলাই) দুপুরে পাবনার সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত শান্তি সমাবেশে এসব কথা বলেন বক্তারা।
বিএনপি জামায়াতের অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য, অপরাজনীতির প্রতিবাদে এদিন শান্তি সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশ ও শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান উজ্জল।
প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান উজ্জ্বল বলেন, ২০২৪ সালে আওয়ামীলীগকে নির্বাচিত করে জননেত্রী  শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে জ্বালাও পোড়াও কর্মকান্ডের হোতা, এদেশীয় দোসর বিএনপি জামায়াতকে চিরতরে দাতঁ ভাঙা জবাব দেয়া হবে।
তিনি বলেন, আমরা সবাই নৌকার সৈনিক। শেখ হাসিনার কর্মী। এজন্য ভেদাভেদ ও গ্রæপিং ভুলে কাঁধে কাঁধ রেখে আওয়ামী লীগকে নির্বাচিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান সরকারের সকল কর্মকান্ড জনসম্মুখে তুলে ধরতে হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পাবনা জেলা আওয়ামীলীগের সহ-সভাতি তোফাজ্জল হোসেন চৌধুরী, বেড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল হক বাবু, জেলা আওয়ামীলীগ সদস্য সেলিম রেজা সুইট, সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফা, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক সামিত রিজভী ফয়সাল, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, জাতসাকিনী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি এসএম ফজলুল হক, রুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোল্লা, মাসুমদিয়া ইউপি সাবেক চেয়ারম্যান মিরোজ হোসেন প্রমুখ।
সমাবেশ শুরুর আগে পাবনা-২ আসনের সুজানগর ও আমিনপুর থানার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল সমাবেশ স্থলে এসে সমবেত হয়। পরে সমাবেশ শেষে বিশাল শোভাযাত্রা বের করে সুজানগর বাজার প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা।
শান্তি সমাবেশে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের অসহযোগীতা, সমন্বয়হীনতাসহ নানা  কর্মকান্ডের অভিযোগ করেন নেতাকর্মীরা। তারা বলেন, কামরুজ্জামান উজ্জ্বল সবাইকে নিয়ে মাঠে নৌকার পক্ষে কাজ করছেন। মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এজন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কামরুজ্জামান উজ্জলকে মনোনয়ন দেয়ার জোরদাবী জানান উপস্থিত নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক পাবনা
Themes Customized By Shakil IT Park