Tags: বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন
আজ (২৪ সেপ্টেম্বর ২০২২) সকাল ১০ টায় পাবনা নর্থ পয়েন্ট স্কুল মিলনায়তনে মোঃ ওলিউর রহমান এর সভাপতিত্বে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পাবনা জেলা শাখার উদ্যোগে আগামী ৪ ও ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য বৃত্তি পরীক্ষা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি হেনা গোস্বামী, সাধারণ সম্পাদক এম এম মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, অর্থ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ, রফিকুল ইসলাম পলাশ, মেহেদী হাসান রুমী, বর্না খাতুন, জোবায়ের হোসেন, রত্না পারভীন, সাইদুল ইসলাম, পাইওনিয়ার ইন্টারন্যাশনাল স্কুল, ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, আইডিয়াল স্কুল, নর্থ পয়েন্ট স্কুল, দর্পণ কিন্ডারগার্টেন গার্টেন, আটঘরিয়া পাবলিক স্কুল, ব্রাইটনেশন সাইন্স স্কুল এন্ড কলেজ, ফুলকুঁড়ি একাডেমি, মফিজার রহমান স্কুল, পাবনা রেসিডেন্সিয়াল স্কুল, আল আযহার স্কুল এর প্রধানগণ ও উপদেষ্টা ফারুক হোসাইন, জেবুন্নেসা ববিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা পরিচালনা করেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এম এম মাহফুজুর রহমান।