পাবিপ্রবিতে ‘ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’ বিষয়ে সেমিনার পাবিপ্রবিতে ‘ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’ বিষয়ে সেমিনার – দৈনিক পাবনা
  1. admin@dainikpabna.com : admin :
  2. rakibhasnatpabna@gmail.com : Rakib Hasnat : Rakib Hasnat
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৩০ অপরাহ্ন
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পাবনায় প্রভাবশালীদের অবৈধ বালু উত্তোলনে ভাঙন! শত শত বিঘা ফসলি জমি বিলীন সাদুল্লাপুরে ৩০ কেজির বস্তায় ২৫ কেজি চাল দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে  পাবনায় ২২ মামলায় বিএনপি-জামায়াতের ৩৫১ নেতাকর্মী গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ অবরোধ ও সহিংসতার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল চরতারাপুরে সুদের টাকা আদায়ে বৃদ্ধার ঘরে তালা দিল কারবারীরা! চরতারাপুরে ইলিশ ধরা থেকে বিরত রাখতে জেলেদের মাঝে চাল বিতরণ পাবনায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আ.লীগ নেতার ব্যতিক্রমী উদ্যোগ পাবনায় বাড়ি-ঘরে হামলা ও লুটপাটে নিঃস্ব রিকশাচালকের পরিবার চরতারাপুরে জমির পাট কেটে নিয়ে গেছে প্রতিপক্ষ , বিচারের জন্য ঘুরছে দ্বারে দ্বারে

পাবিপ্রবিতে ‘ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’ বিষয়ে সেমিনার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১ বছর আগে
  • ৩৩৪ বার পঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে আজ শনিবার ‘ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. খায়রুল আলম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাসান আহমেদ।

রিসোর্স পারসন ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. এসএম আব্দুল আলীম এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মনোয়ারুল ইসলাম। সেমিনারে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের চেয়ারম্যান মো. ফারুক আহম্মেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রক্টর মো. কামাল হোসেন ও ছাত্র উপদেষ্টা ড. সমীরণ কুমার সাহা।

উপ উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমাদের বিভিন্ন বিষয়ে গবেষণা বাড়াতে হবে। বর্তমানে দেশের বিভিন্ন সেক্টরে গবেষণার পরিধিও ব্যাপকভাবে বেড়েছে। একজন শিক্ষার্থীর শুধুমাত্র আগ্রহ ও দৃঢ় মনোবলই তাঁকে নির্দিষ্ট গন্তব্যস্থলে নিয়ে যেতে পারে। প্রতিটি ক্ষেত্রেই প্রতিনিয়ত প্রতিযোগিতা বাড়ছে, এ জন্য কর্মক্ষেত্রে ভালো করতে হলে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে। রসায়নকে ভালো লাগা থেকে ভালোবাসা এবং দেশের প্রতি অবদান রাখতে হবে।”

তিনি আরও বলেন, “পাবনার ঈশ্বরদীতে অবস্থিত বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটসহ আশেপাশে যেসব গবেষণামূলক প্রতিষ্ঠান আছে, সেগুলোর সাথে আমরা একসাথে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ জন্য একটি আধুনিক ও গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে আমাদের সবাইকে এক সাথে কাজ করতে হবে।”

ড. এসএম আব্দুল আলীম ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানের গবেষণা ও উন্নয়ন এবং ড. মো. মনোয়ারুল ইসলাম ইন্ডাস্ট্রিয়াল গবেষণা নিয়ে আলোচনা করেন।
বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীও সেমিনারে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. শরীয়তউল্লাহ। সেমিনারটি রসায়ন বিভাগের ‘কেমিস্ট্রি সোসাইটি’-এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ভবনে সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়।

 

 

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক পাবনা
Themes Customized By Shakil IT Park