পাবনা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল পাবনা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল – দৈনিক পাবনা
  1. admin@dainikpabna.com : admin :
  2. rakibhasnatpabna@gmail.com : Rakib Hasnat : Rakib Hasnat
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:৩৮ অপরাহ্ন
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পাবনায় প্রভাবশালীদের অবৈধ বালু উত্তোলনে ভাঙন! শত শত বিঘা ফসলি জমি বিলীন সাদুল্লাপুরে ৩০ কেজির বস্তায় ২৫ কেজি চাল দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে  পাবনায় ২২ মামলায় বিএনপি-জামায়াতের ৩৫১ নেতাকর্মী গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ অবরোধ ও সহিংসতার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল চরতারাপুরে সুদের টাকা আদায়ে বৃদ্ধার ঘরে তালা দিল কারবারীরা! চরতারাপুরে ইলিশ ধরা থেকে বিরত রাখতে জেলেদের মাঝে চাল বিতরণ পাবনায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আ.লীগ নেতার ব্যতিক্রমী উদ্যোগ পাবনায় বাড়ি-ঘরে হামলা ও লুটপাটে নিঃস্ব রিকশাচালকের পরিবার চরতারাপুরে জমির পাট কেটে নিয়ে গেছে প্রতিপক্ষ , বিচারের জন্য ঘুরছে দ্বারে দ্বারে

পাবনা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ২ বছর আগে
  • ১১৯ বার পঠিত

সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবন্দ, প্রশাসন, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের সম্মানে পাবনা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়।

পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে সব শ্রেনীপেশার মানুষদের ভবিষ্যতে সম্পর্ক আরও সৃদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক দুরে এগিয়ে গেছে। শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, কৃষি, মিডিয়া, যোগাযোগ ব্যবস্থা, ক্রীড়া, সংস্কৃতিসহ সর্বক্ষেত্রে বাংলাদেশ এখন প্রতিবেশী দেশগুলোর কাছে দৃষ্টান্ত হয়ে দাড়িয়েছে। নতুন নতুন কর্মসংস্থার সৃুিষ্টর মাধ্যমে বেকারত্ব্ দুর করা হচ্ছে। মানুষের নিরাপদ জীবন নিশ্চিত করতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় আন্তরিকতার সাথে কাজ করছে সরকার। বর্তমান সরকার মিডিয়া বান্ধব সরকার। সরকার ক্ষমতায় এসে দেশের মিডিয়াগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসছেন। সাংবাদিকদের কল্যাণে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামীতে সাংবাদিকদের সঙ্গে মিলেমিশে কাজ করার কথা জানান।


ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম, পিবিআইর পুলিশ সুপার ফজলে এলাহী, দুদকের উপ-পরিচালক খায়রুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব,পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি মো. সাইফুল আলম ন্বপন চৌধুরী, সিনিয়র সহসভাপতি আলী মর্তুজা বিশ^াস সনি, পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার, অ্যাডভোকেট সাধারণ সম্পাদক তৌফিক ইমাম খান, পাবনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোশারোফ হোসেন, সুজানগর উপজেলা চেয়ারম্যান মো. শাহিনুজ্জামান শহীন, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, বিশিষ্ট চিকিৎসক সালেহ মোহাম্মদ আলী, ডা. জাহেদী হাসান রুমি, পাবনা মোটর মালিক গ্রুপ সভাপতি এমএ কাফী সরকার, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, রানা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, আওয়ামীলীগ নেতা মনির উদ্দিন আহমেদ মান্না, সরদার মিঠু আহমেদ, মো. ফেরদৌস আলম ফিরোজ, বিএনপি নেতা আব্দুস সামাদ খান মন্টু, ওয়াকার্স পার্টির সভাপতি জাকির হোসেন, ঐক্য ন্যাপের সভাপতি মনিরুজ্জামান মনি, সাংস্কৃতিক ব্যক্তি ও মোক্তার হোসেন, সদর থানার ওসি আমিনুল ইসলাম জুয়েলসহ পাবনায় কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা।

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাব নামাজ ঘরের ইমাম হাফেজ মো. তরিকুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক পাবনা
Themes Customized By Shakil IT Park