পাবনা আাইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে এবারের এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।
স্কুল এন্ড কলেজ সূত্রে জানা গেছে, এ প্রতিষ্ঠান থেকে ২০২২ সালে এস.এস.সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৪৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ২৮ জন জিপিএ-৫ অর্জন করে। বাকিদের মধ্যে ১০ জন জিপিএ-৪, আর ৫ জন এ মাইনাস গ্রেডে উত্তীর্ণ হয়।
বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী তাদের প্রতিক্রিয়ায় জানায়, এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের যথেষ্ট আন্তরিকতা ছিল আমাদের পাঠদানে। আমরা নিজেরাও শিক্ষকদের দেওয়া নির্দেশনা অনুসরণ করে ভালো ফলাফলের জন্য কঠোর পরিশ্রম করেছি। আমাদের বাবা-মায়েরা সব সময় সাহস ও উৎসাহ দিয়েছেন।
পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ওয়াজেদ আলী ও প্রতিষ্ঠানটির পরিচালক জহিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় কঠোর মনোনিবেশ, শিক্ষকদের মানসম্মত পাঠদান আর অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার ফলে এ অভূতপূর্ব ফলাফল সম্ভব হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে আমাদের শিক্ষক ও কর্মকর্তাদের আন্তরিকতার কোনো কমতি নেই। সাফল্যমন্ডিত ফলাফলে শিক্ষার্থীদের আরও উন্নতি কামনা করছি। শিক্ষার্থীদের এমন সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকদের, প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবাই ও শুভানুধ্যায়ী সকলকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানান।