পাবনায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর নৌকা প্রার্থীর কর্মীদের হামলা, আহত ৭ পাবনায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর নৌকা প্রার্থীর কর্মীদের হামলা, আহত ৭ – দৈনিক পাবনা
  1. admin@dainikpabna.com : admin :
  2. rakibhasnatpabna@gmail.com : Rakib Hasnat : Rakib Hasnat
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:৪২ অপরাহ্ন
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পাবনায় প্রভাবশালীদের অবৈধ বালু উত্তোলনে ভাঙন! শত শত বিঘা ফসলি জমি বিলীন সাদুল্লাপুরে ৩০ কেজির বস্তায় ২৫ কেজি চাল দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে  পাবনায় ২২ মামলায় বিএনপি-জামায়াতের ৩৫১ নেতাকর্মী গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ অবরোধ ও সহিংসতার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল চরতারাপুরে সুদের টাকা আদায়ে বৃদ্ধার ঘরে তালা দিল কারবারীরা! চরতারাপুরে ইলিশ ধরা থেকে বিরত রাখতে জেলেদের মাঝে চাল বিতরণ পাবনায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আ.লীগ নেতার ব্যতিক্রমী উদ্যোগ পাবনায় বাড়ি-ঘরে হামলা ও লুটপাটে নিঃস্ব রিকশাচালকের পরিবার চরতারাপুরে জমির পাট কেটে নিয়ে গেছে প্রতিপক্ষ , বিচারের জন্য ঘুরছে দ্বারে দ্বারে

পাবনায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর নৌকা প্রার্থীর কর্মীদের হামলা, আহত ৭

দৈনিক পাবনা ডেস্ক
  • আপডেট সময় : ১ বছর আগে
  • ৮৫ বার পঠিত

পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা রইজ উদ্দিন সরদারের সমর্থকদের উপর আ.লীগের নৌকা প্রার্থী মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগছীর সমর্থকদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৭ জুলাই) দুপুর পৌনে ৩ টার দিকে করমজার পুন্ডুরিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি স্বাভাবিক করেছে।

আহতরা হলেন- চাকলা গ্রামের আব্দুর রহমানের ছেলে সোহেল রানা (৩৫), পেচাকোলা গ্রামের আব্দুস শুকুরের ছেলে আব্দুস সালাম (৪০), চাকলা এলাকার আক্কাজ আলী ছেলে আলম হোসেন (৪০), মোজাহার মুসুল্লির ছেলে আব্দুল মতিন (৫৫), হারুনুর রশিদের ছেলে সেলিম হোসেন (৪০), মোকসেদ আলীর ছেলে
জহুরুল ইসলাম (৩২) ও মান্নান ফকিরের ছেলে সোহেল রানা (৩৬)।

রইজ উদ্দিনের ঘোড়া প্রতীকের নির্বাচনী এজেন্ট আব্দুস সালাম জানান, অনেক ভোটার ইভিএম ভোট দিতে সমস্যা হচ্ছে। এই সুযোগে নৌকা প্রার্থীর এজেন্ট ও তার লোক ভোটারদের প্রভাবিত করে ইভিএমে ভোট নিয়ে নিচ্ছে। এ সময় আমাদের কয়েকজন কর্মী বিষয়টি জানতে পেরে বাধা দিলে নৌকার বেশ কিছু নেতাকর্মী আমাদের লোকজনদের ওপর হামলা চালায়। এতে আমাদের অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা রইস উদ্দিন অভিযোগ করে বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত শান্তিপূর্ণ ভোটগ্রহণ হচ্ছিল। ইভিএমে ব্যাপক জটিলতা দেখা দেওয়ায় সাধারণ জনগণ ভোট দিতে না পারায় নৌকার লোকজন বয়স্কদের গোপনকক্ষে নিয়ে যেয়ে তাদের পক্ষে ভোট দিচ্ছিলো। এসময় আমার লোকজন বিষয়টি বাধা দিলে সৌকার লোকজন আমার কর্মী সমর্থকদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিশ্চিত পরাজয় জেনে আমার লোকদের উপর হামলা করেছে। এ ঘটনা তিব্র নিন্দা জানান তিনি।

তবে আ..লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগছী বলেন, খুবই সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে। বিএনপির লোকজন সকাল থেকেই আমার এলাকার কেন্দ্রগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল। এসময় আমার লোকজনের সঙ্গে হাতাহাতি হয়েছে। হামলার কোন ঘটনা ঘটেনি। হামলার নাটক সাজিয়ে হামপাতালে গেছে।

এবিষয়ে সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ওইখানে হাতাহাতির একটা ঘটনার কথা শুনেছি। ঘটনার পরপরই মোবাইল টিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য পাঠানো হয়েছে। তারা সেখানে কাজ করছে। এখন স্বাভাবিক আছে।

ঘটনাস্থলে থাকা পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) কল্লোল কুমার দত্ত বলেন, এখানে কেন্দ্রের বাইরে অপ্রীতিকর একটা ঘটনা ঘটেছে। ২-৩ জন আহত হয়ে থাকতে পারে। আমরা বিষয়টির খোঁজখবর নিয়ে পরে জানাতে পারব।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক পাবনা
Themes Customized By Shakil IT Park