পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কোলচরী গ্রামে“ সাজানো বোমা হামলার প্রতিবাদে” সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. মকছেদ আলী প্রামানিক।
শনিবার( ১৩ আগষ্ট) দুপুরে পাবনা প্রেসক্লাব সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে মকছেদ আলী বলেন, গত ৮ আগষ্ট রাতে পুর্ব শত্রুতার জের ধরে কোলচরী গ্রামের মজিদ ডাক্তারের নেতৃত্বে ৩০ জনের সন্ত্রাসী বাহিনী আমার ভাতিজি সহ ৫-৬ জনকে হামলা করে আহত করে। এই ঘটনা ধামাচাপা দেয়ার জন্য মজিদ ডাক্তার তার বাড়ির সামনে নিজেরাই বোমা ফাটিয়ে আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করে। তিনি আরো বলেন, আমাকে বালু দস্যু বলা হয় প্রকৃত পক্ষে আমি অবৈধ বালু ব্যবসার বিরুদ্ধে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জালাল উদ্দিন বিশ্বাস, আব্দুল জলিল বিশ্বাস, আব্দুস সামাদ খান জানু, আব্দুল ওহাব প্রামানিক প্রমূখ।
এ ব্যাপাওে মজিদ ডাক্তারের ছেলে রিপন বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং সম্মানী মানুষ। আমার বাবা কোলচরী গোরস্থানে মসজিদ এবং মাদ্রাসা গড়ে তোলেন। এই মসজিদ এবং মাদ্রাসা দখলে নেয়ার জন্যই মকছেদ মরিয়া হযে উঠেছে। মকছেদ শুধু বালু দস্যূই নয় কি রকম মানুষ এলাকাবাসী জানে। মকছেদের আমিত্বর কাছে সবাই অসহায়। মকছেদ সর্ম্পকে বলতে রুচিতে বাঁধে।