পাবনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ, দুই ছাত্রলীগ নেতা নিহত পাবনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ, দুই ছাত্রলীগ নেতা নিহত – দৈনিক পাবনা
  1. admin@dainikpabna.com : admin :
  2. rakibhasnatpabna@gmail.com : Rakib Hasnat : Rakib Hasnat
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০১:৫১ অপরাহ্ন
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০১:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
আগামী জাতীয় নির্বাচনে কামরুজ্জামান উজ্জ্বলকে দলীয় প্রার্থী ঘোষণা স্বাধীনতা দিবসে পাবনা ইউনানী-আয়ুর্বেদিক মেডিকেল কলেজে বৃক্ষরোপণ  পৃথিবীর কাছ দিয়ে ছুটে যাবে বিরাট গ্রহাণু সাঁথিয়ায় নতুন ঘর পাচ্ছেন ১৪২ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাবনায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ এক যুগ পরে কাজিরহাট সম্মিলিত যুবক সমিতির নতুন আহবায়ক কমিটি অনন্য সমাজ কল্যাণ সংস্থাকে নিয়ে ষড়যন্ত্র চলছে : নির্বাহী পরিচালক পাবনায় শক্রতার আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর বসতভিটা,  ১৫ লাখ টাকার ক্ষতি সুজানগরে বাকপ্রতিবন্ধীর পরিবার ভিটেবাড়ি ছাড়া, জমি লিখে নেয়ার চেষ্টা  সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

পাবনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ, দুই ছাত্রলীগ নেতা নিহত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ৬ মাস আগে
  • ৪৮ বার পঠিত

পাবনার ঈশ্বরদী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ছাত্রলীগের দুইজন নেতা নিহত হয়েছেন। এঘটনায় আরও একজন আহত হয়েছেন। তার অবস্থাও গুরুতর, তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে (রামেকে) ভর্তি করা হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার কুষ্টিয়া-নাটোর মহাসড়কের সলিমপুরের মিরকামারির মুন্নার মোড়ে এঘটনা ঘটে।
নিহতরা হলেন- গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর গ্রামের আহসান হাবিবের ছেলে সালাউদ্দিন আহমেদ (২৮) ও  একই উপজেলার বিয়াঘাট ইউনিয়নের মোল্লাবাজার এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে ইসতিয়াক আহমেদ আশিক। সালাউদ্দিন নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এবং ইসতিয়াক আহমেদ আশিক যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানতে পেড়েছে পাকশী হাইওয়ে পুলিশ।বিষয়টি নিশ্চিত করে পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল জানান, বাসটি কুষ্টিয়া থেকে পাবনা হয়ে রাজশাহী যাচ্ছিল। অপরদিকে তিনজন মোটরসাইকেল আরোহী কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালেই ইশতিয়াক আহমেদের মৃত্যু হয়। আহত দুইজনকে গুরুতর অবস্থায় প্রথমে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্স পরে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে (রামেকে) স্থানান্তর করা হয়। রামেকে নেয়ার পথে সালাউদ্দিন আহম্মেদের মৃত্যু হয়।

ওসি আরও জানান, পাকশী হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ওই বাসটি উদ্ধার করছে। চালক-হেলপার পলাতক রয়েছে। এ ব্যাপারে পাকশী হাইওয়ে থানায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক পাবনা
Themes Customized By Shakil IT Park