পাবনার চাটমোহর থানা পুলিশ দুইদিনে দুইটি মৃতদেহ উদ্ধার করেছে। দুইটি ঘটনাই আত্মহত্যা বলে প্রাথমিকভাবে বলছে পুলিশ।
সোমবার (১১ এপ্রিল) সকালে তানজিনা খাতুন (১২) নামের এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
সে উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা আলমনগর গ্রামের মৃত তফেজ প্রাং এর মেয়ে। তানজিনার মা শাহেরা খাতুনের দাবি তার মেয়ে সবার অগোচরে ঘরের ডাবের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। তানজিনা রাতে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে তার মা উঠে সাংসারিক কাজ করছিল। সকাল ৮টার দিকে ঘরে গিয়ে দেখে তানজিনা গলায় ফাঁস নিয়ে ঘরের ডাবের সাথে ঝুলছে। তাকে নিচে নামানো হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে।
এদিকে রোববার (১০ এপ্রিল) আঃ জব্বার টিপু (২২) নামের এক যুবকের ঝলন্ত মুতদেহ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের হাসুপুর গ্রামের মহসিন আলীর ছেলে। পরিবারের দাবি পারিবারিক কলহের কারণে সবার অগোচরে টিপু শনিবার দিবাগত রাতে নিজ শোবার ঘরের ডাবের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন দৈনিক পাবনাকে জানান,ঘটনা দুটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। থানায় পৃথক দুটি ইউডি মামলা হয়েছে।
দৈনিকপাবনা /আরএইচ