পাবনায় এনজিও কিস্তির চাপে গৃহবধুর আত্মহত্যা পাবনায় এনজিও কিস্তির চাপে গৃহবধুর আত্মহত্যা – দৈনিক পাবনা
  1. admin@dainikpabna.com : admin :
  2. rakibhasnatpabna@gmail.com : Rakib Hasnat : Rakib Hasnat
শনিবার, ১০ জুন ২০২৩, ০৯:২৩ পূর্বাহ্ন
শনিবার, ১০ জুন ২০২৩, ০৯:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মেয়ে নিয়ে প্রবেশ করতে না দেয়ায় পাবিপ্রবি ছাত্রলীগের বিরুদ্ধে দোকান ভাঙচুরের অভিযোগ দোগাছিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় হাতেনাতে ধরা ব্যবসায়ী ফরিদপুরের কেএম মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে ফল উৎসব রাষ্ট্রপতির আদেশে পাবিপ্রবির ৬ কর্মকর্তার তুরস্ক সফর বাতিল ঘোষণা ছাত্রলীগ নেতা জনির অত্যাচারে অতিষ্ট পাবনার ভাঁড়ারাবাসী আগুনে ৩ ঘর ভস্মীভূত ও পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি পাবনায় ভাঙন আতঙ্কে নদী পাড়ের মানুষ, হুমকিতে পল্লী বিদ্যুৎ সাবস্টেশন নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে লাভ নেই, সংবিধান অনুযায়ীই নির্বাচন: কৃষিমন্ত্রী তারাশে পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রাচীর ভাংচুর ও জমি দখলের অভিযোগ  মালিগাছায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ

পাবনায় এনজিও কিস্তির চাপে গৃহবধুর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, সাঁথিয়া
  • আপডেট সময় : ১ বছর আগে
  • ১২২ বার পঠিত

পাবনার সাঁথিয়ায় কিস্তির চাপ সইতে না পেরে স্বামীর সাথে অভিমান করে ইতি খাতুন (২৯) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামে। ইতি ওই গ্রামের ইকবালের মেয়ে ও কাঠ মিস্ত্রি আজিজুল হকের স্ত্রী। তার ৬বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

থানা ও পারিবারিক সুত্রে জানা গেছে, প্রায় ৮বছর আগে হাসান পুর গ্রামের ইকবালের মেয়ে ইতি খাতুনের বিয়ে হয় একই গ্রামের কাঠ মিস্ত্রি আজিজুল হকের সাথে। বিয়ের কিছুদিন পর থেকে তার পরিারে অভাব অনটন দেখা দেয়। এক পর্যায়ে ব্যুরো বাংলাদেশ নামে একটি এনজিওর বনগ্রাম শাখা থেকে প্রায় ৪০ হাজার টাকা সে ঋণ তুলে দেয় স্বামীকে। কিন্তু কিস্তি দেয়ার দিন এলেই স্বামীর সাথে ইতির ঝগড়া লেগে যায়। মাঝে মাঝেই কিস্তির সমস্য হলেই তার বাপ ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে এসে কিস্তি দিত ইতি।

ঘটনার দিন মঙ্গলবার সকাল ১১টার দিকে এনজিও ব্যুরো বাংলাদেশ বনগ্রাম শাখা থেকে কিস্তি নিতে -আসে ইতির বাড়িতে। এ সময় কিস্তির টাকা নিয়ে স্বামীর সাথে ঝগড়া হয়। এর পর সে টাকার জন্য পাশেই অন্য পাড়াতে তার বাবা মার বাড়ি সেখানে যায়। সেখানে কারও নিকট টাকা চাইতে সাহস না পেয়ে ফিরে এসে সবার অগোচরে নিজ ঘরের শয়ন কক্ষে আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

ইতির ভাই হাবিল জানান, আমরা দুইভাই বোন জমজ। ও আমার ছোট। ৩ ভাইয়ের একটি মাত্র বোন। আমি দোকানদারী করি চিনাখড়া বাজারে। ওই দিন সকালে নাকি আমাদের বাড়িতে আসছিল। কিন্তু কাউকে কিছু বলে চলে গেছে । ও টাকা চাইলেই পারতো। আমাকে বললেই পারতো। ওকে তো আমরা চাইলে টাকা দেই সাধ্য মতো। কিন্তু আজ কেন যে বলল না এই বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধা রাতে লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। বুধবার সকালে ময়না তদন্ত শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে ইতির ভাই হাবিব বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক পাবনা
Themes Customized By Shakil IT Park