শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে পাবনা ৫০০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি নবজাতকদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন।
মাজহারুল ইসলাম মানিকের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করেন পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম হিরক। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান, সেজান রেজা কাজল, পাবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সৌরভ, এডওয়ার্ড কলেজ ছাত্রলীগ নেতা আকাশ হোসেন, রাকিব হাসান প্রমুখ।
মাজহারুল ইসলাম মানিক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও একাধিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। তিনি পাবনা-৫ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।