পাবনা সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে নতুন যোগদানকৃত সহকারী শিক্ষকদের বরণ ও প্রাথমিক শিক্ষা পদক২২ এর বিভিন্ন ক্যাটাগরিতে উপজলা পর্যায়ের শ্রেষ্ঠ খেতাবপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৫ ফেব্রুয়ারী) দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানে পাবনা
সদর উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: শাওয়াল বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন নাহার রেখা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন,সদর উপজেলা শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নিশীথ কুমার বিশ্বাস, জোনাব আলী,বিলকিস আক্তার,নার্গিস সুলতানা, বেলাল হোসেন,সাঈদা শবনম প্রমুখ।
সভায় বক্তারা নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের শ্রেষ্ঠদের অনুকরণ ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালনের মাধ্যমে প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।