পাবনায় বই মেলার উদ্বোধন করলেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার পাবনায় বই মেলার উদ্বোধন করলেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার – দৈনিক পাবনা
  1. admin@dainikpabna.com : admin :
  2. rakibhasnatpabna@gmail.com : Rakib Hasnat : Rakib Hasnat
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০১:৪৭ অপরাহ্ন
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০১:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
আগামী জাতীয় নির্বাচনে কামরুজ্জামান উজ্জ্বলকে দলীয় প্রার্থী ঘোষণা স্বাধীনতা দিবসে পাবনা ইউনানী-আয়ুর্বেদিক মেডিকেল কলেজে বৃক্ষরোপণ  পৃথিবীর কাছ দিয়ে ছুটে যাবে বিরাট গ্রহাণু সাঁথিয়ায় নতুন ঘর পাচ্ছেন ১৪২ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাবনায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ এক যুগ পরে কাজিরহাট সম্মিলিত যুবক সমিতির নতুন আহবায়ক কমিটি অনন্য সমাজ কল্যাণ সংস্থাকে নিয়ে ষড়যন্ত্র চলছে : নির্বাহী পরিচালক পাবনায় শক্রতার আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর বসতভিটা,  ১৫ লাখ টাকার ক্ষতি সুজানগরে বাকপ্রতিবন্ধীর পরিবার ভিটেবাড়ি ছাড়া, জমি লিখে নেয়ার চেষ্টা  সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

পাবনায় বই মেলার উদ্বোধন করলেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার

শহর প্রতিনিধি
  • আপডেট সময় : ২ মাস আগে
  • ৪৫ বার পঠিত

একুশে বইমেলা উদযাপন পরিষদ কর্তৃক পাবনা টাউন হল মাঠে আয়োজিত মাসব্যাপী একুশে বইমেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান জাতীয় সংসদের মাননীয় ডেপুটিস্পিকার এ্যাড. শামসুল হক টুকু এম. পি।

উদ্বোধনী বক্তৃতায় মাননীয় উপাচার্য বলেন,

বই বলতে আমরা সাদা চোখে দেখি দুটি মলাটের মধ্যে কিছু মুদ্রণ, এই মুদ্রণ হচ্ছে কিছু অভিজ্ঞতা, মানুষ তাদের জীবনের অর্জিত জ্ঞান অভিজ্ঞতাগুলো যখন দু-মলাটের মধ্যে বদ্ধ করে মুদ্রণ করেন তখন সেটাকে আমরা বই বলি। উপাচার্য মহোদয় দার্শনিক দেকার্তকে উদ্ধৃত করে বলেন, ‘বই পড়া মানে অতীতের একজন মনীষীর সাথে আলাপ করা।’ বইকে টিকিয়ে রাখতে হবে এবং বই থেকে অনুপ্রেরণা নিতে হবে। বইয়ের মধ্যে একটি মানুষের দর্শন, অভিজ্ঞতা, আবেগ ও অনুভূতিকে পাওয়া যায়। বই এবং লাইব্রেরীকে ধ্বংস করা মানবতা বিরোধী কাজ। বই কিভাবে বিপ্লব ও মানবতার বার্তা দেয়, মৈত্রীর বন্ধন তৈরি করে এবং এক মানুষ থেকে অন্য মানুষের মধ্যে দার্শনিক বিনিময় ঘটায় এ বিষয়টি আমাদের পূর্বের লেখক, সাহিত্যিক ও দার্শনিকদের কাছ থেকে আমরা শুনেছি এবং বইয়ের অসীম ক্ষমতা আমরা দেখেছি। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জীবন ও আচরণ চর্চা করলে আমরা দেখতে পাই তিনি যখন জেলে যেতেন তার সঙ্গে বই নিয়ে যেতেন, তার মধ্যে উল্লেখযোগ্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সঞ্চয়িতা ও গীতবিতান।,

বিপদে, সংকটে বই মানুষের জীবনের অনিঃশেষ প্রেরণার উৎস। একটি বই পড়া এক অর্থে একজন লেখকের সঙ্গে নিভৃত আলাপ করার মতো । তিনি বলেন, বই হচ্ছে জ্ঞানের বাহন। তিনি ফরাসি সাহিত্যিক আনাতোল ফ্রাঁসকে উদ্ধৃত করে বলেন, আমি যখন বই পড়ি এবং অন্য একজন মানুষের অভিজ্ঞতা নেই তখন আমার হৃদয়ের আরো একটি চোখ উন্মোচিত হয়’। আমরা বই পড়ার মাধ্যমে আমাদের হৃদয়ের অসংখ্য চোখকে উন্মোচিত করতে পারি। বই একজন ব্যক্তিকে সাহসী করে, অনুপ্রাণিত করে এবং একটা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলে। বই পড়ার কোন বিকল্প হতে পারে না। তিনি বই পড়ার মাধ্যমে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ তৈরি করা এবং যে স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিয়েছেন তা বাস্তবায়ন করার জন্য তরুণ প্রজন্মকে আহ্বান জানান।

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব কমরেড জাকির হোসেন, স্বাগত বক্তব্য রাখেন লেখক, কলামিস্ট হাবিবুর রহমান স্বপন, এছাড়াও উপস্থিত ছিলেন পাবনা উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়রসহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন বিপুলসংখ্যক দর্শক-শ্রোতা উপভোগ করেন।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক পাবনা
Themes Customized By Shakil IT Park