রোববার (১৯ ফেব্রুয়ারি)সকালে সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত বৃদ্ধা উপজেলার চাঁদভা ইউনিয়নের দক্ষিণ হাড়লপাড়া গ্রামের হাসিবুর রহমানের স্ত্রী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে নিহতের ছোট ছেলের স্ত্রী খুশি খাতুনের সঙ্গে বাড়িতে ছাগল বাধাকে কেন্দ্র করে ঝগড়ার হয়। এ সময় হাতে থাকা ঝাড়ু দিয়ে মর্জিনা বেগমকে মাথায় আঘাত করে। এরপর অসুস্থ হলে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করে। রোববার (১৯ ফেব্রুয়ারী) সকালে শারিরীক অবস্থা অবনতি হওয়ায় সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। মৃত্যুর পর থেকে পুত্রবধূ খুশি পলাতক হয়েছে।
নিহতের স্বামী মোঃ হাসিবুর রহমান বলেন, গত বৃহস্পতিবার বাড়ির ছাগল মাঠে দেওয়াকে কেন্দ্র করে পুত্রবধুর সঙ্গে শাশুড়ীর বাগবিতন্ডা হয়। এরপর ঝাড়ু দিয়ে মাথায় এলোপাতাড়িভাবে আঘাত করায় অসুস্থ হয়।
সামান্য একটি বিষয় নিয়ে ঝগড়ার জন্য ছেলের স্ত্রী তার শাশুড়িকে হত্যা করল। এ ঘটনায় পুত্রবধুকে গ্রেফতার করে ফাঁসির দাবি করেন তিনি।
আটঘরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত করা হয়েছে। বিষয়টি পারিবারিক কলহ বলে ধারণা করা যাচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি সঠিকভাবে তদন্ত করে অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।