দোগাছিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় হাতেনাতে ধরা ব্যবসায়ী দোগাছিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় হাতেনাতে ধরা ব্যবসায়ী – দৈনিক পাবনা
  1. admin@dainikpabna.com : admin :
  2. rakibhasnatpabna@gmail.com : Rakib Hasnat : Rakib Hasnat
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৭ অপরাহ্ন
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পাবনায় বাড়ি-ঘরে হামলা ও লুটপাটে নিঃস্ব রিকশাচালকের পরিবার চরতারাপুরে জমির পাট কেটে নিয়ে গেছে প্রতিপক্ষ , বিচারের জন্য ঘুরছে দ্বারে দ্বারে পাবনা-৩ আসনে নৌকার মনোনয়ন চান ফরিদপুরের মেয়র কামরুজ্জামান মাজেদ সুজানগরে যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়নের শুভ উদ্বোধন  নিয়ম বহির্ভূত ভোটার তালিকায় নির্বাচনের পাঁয়তারার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে! প্রতারণা ও জোর করে পাবনায় ভাড়াটিয়ার বিরুদ্ধে ক্লিনিক দখলের অভিযোগ সাবেক ছাত্রনেতা সুইটের গাড়ি বহরে হামলা ও ভাংচুরের অভিযোগ সভাপতি হতে মাদরাসা সুপারকে সাঁথিয়া মেয়রের কক্ষে আটকে রেখে নির্যাতন পাবনায় মামুন মটরসের নতুন আউটলেট উদ্বোধন  সাদুল্লাপুর ইউনিয়ন আ.লীগের উঠান বৈঠক 

দোগাছিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় হাতেনাতে ধরা ব্যবসায়ী

দৈনিক পাবনা ডেস্ক
  • আপডেট সময় : ৪ মাস আগে
  • ৪২৮ বার পঠিত

পাবনা সদর উপজেলা দোগাছি ইউনিয়নে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ উজ্জ্বল হোসের রনি (৪০) নামের এক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকালে দোগাছি বাজারের পাশের এক ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক রনি দোগাছি গ্রামের মৃত আক্কাজ আলীর ছেলে ও দোগাছি বাজারের কাপড় ব্যবসায়ী। তিনি তিন সন্তানের জনক। আটক নারীও দুই সন্তানের জননী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঁড়ারা গ্রামের প্রবাসীর স্ত্রী ও দোগাছি বাজারের তানজিলা বিউটি পার্লারের স্বত্বাধিকারী দুই সন্তানের জননী বাজারের পাশে মাসুদ হোসেনের বাড়িতে ভাড়া থাকেন। সেই সুবাধে ওই নারীর সঙ্গে তিন সন্তানের জনক উজ্জল হোসেন রনির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিউটি পার্লারে যাতায়াতের সুবাধে এ সম্পর্ক গড়ে উঠে। এরই জের ধরে মঙ্গলবার দিবাগত গভীর রাতে দোগাছি বাজারের পাশে মাসুদ হোসেনের নিজ ভাড়াবাড়ীতে বসবাসকারী (ভাড়াটিয়া) মেয়েটির রুমে রনি দেখা করার জন্য যায়। পরে ভোর সকালে এলাকার মানুষজন বিষয়টি বুঝতে পেয়ে তাদের দুজনকে ঘরে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, উজ্জ্বল হোসেন রনি দোগাছি বাজারে কাপড়ের ব্যবসা পরিচালনা করে আসছে। সেই সুবাদে ভাঁড়ারা গ্রামের ওই মেয়ের সঙ্গে গত ৯ মাস আগ থেকে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিভিন্ন এলাকায় বেড়াতে নিয়ে যাওয়াসহ রাতে ওই মেয়েটির বাসায় নিয়মিত যাতায়াত করত। বিষয়টি এলাকাবাসী নিষেধ করলেও কোন তোয়াক্কা করেনি। যার কারণে আজকে মেয়েটির সঙ্গে অনৈতিক কাজ করার সময় আটক করে পুলিশে খবর দেওয়া হয়। মেয়েটির সঙ্গে তাকে বিয়ে দেওয়ারও দাবি জানান তারা।

এ ঘটনায় অভিযুক্ত রনির স্ত্রী হোসনেয়ারা খাতুন বলেন, এ ঘটনা মিথ্যা ও বানোয়াট।

পাবনা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) খায়রুজ্জামান বলেন, বিষয়টি আমরা জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নারী ও পুরুষকে আটক করে থানায় নিয়ে আসছি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মেয়েটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক পাবনা
Themes Customized By Shakil IT Park