পাবনার চাটমোহর উপজেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম মূলগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশের প্রীতি ফুটবল ম্যাচ দেখতে লাখো জনতার ঢল নেমেছে। শুক্রবার (৭ জুলাই ) বিকেল সাড়ে ৪ টা থেকে ফুটবল খেলা শুরু হবে।
এর আগে বিকেল ৪ টার দিকে ব্যারিষ্টার সায়েদুল হক সুমন রেল বাজার মাঠে এলে এক উৎসব সৃষ্টি হয়। তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
প্রীতি ম্যাচ দেখতে সকাল থেকেই দলে দলে মানুষ আসেন মাঠে। খেলা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। খেলা দেখতে দূর-দূরান্ত থেকে আসছেন হাজার হাজার দর্শক। জমজমাট খেলাটিতে আনন্দে মাতে দর্শক। অনেক দর্শক আশেপাশের বহুতল ভবনের ছাদে বসেই খেলা উপভোগ করছেন।
খেলা দেখতে আসা মো: হোসেন আলী বলেন, ব্যারিষ্ট্রার সুমন ভাইকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগে থেকে চিনতাম। কিন্তু বাস্তবে দখার কোনদিন সুযোগ হয়নি। আজকে সুমন ভাইয়ের খেলা দেখতে দুপুরের মধ্যেই রেল বাজারে চলে আসছি। খেলা শেষে অন্তত তাঁ সঙ্গে একটি সেলফি তুলতে চাই।
আরেক দর্শক আব্দুল কাইয়ুম বলেন, দীর্ঘ দিন পর চাটমোহর রেলবাজারে মাঠে এতো বড় একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে। আমরা পাবনার সুজানগর থেকে একসঙ্গে অনেক বন্ধু খেলা দেখতে আসছি। খুব ভালো লাগছে।
শিলা খাতুন নামের একজন নারী বলেন, সুমন ভাইয়ের খেলা দেখতে আমরা পাবনা শহর থেকে আসছি। খুবই ভালো লাগছে।
নয়ন ইসলাম বলেন, আমাদের চাটমোহরের মাটিতে ব্যারিষ্টার সুমন ভাইকে দেখার জন্য আজ ১০ দিন ধরে অপেক্ষায় রয়েছি। সেই আশা আজ পুরণ হয়েছে।
খেলা আয়োজক কমিটির সদস্য হাফিজুর রহমান বলেন, গত দুই বছর ধরে ব্যারিষ্টার সুমনের সঙ্গে চাটমোহর রেল বাজারে টুর্ণামেন্ট আয়োজনের চেষ্টা করে আসছি। অনেক প্রতিকুলতা ও ব্যস্ততার মধ্যেও ভাই আমাদের সুযোগ দিয়েছেন। এখানে লাখো দর্শকের সমাগম হয়েছে। চাটমোহরের মাটি ব্যারিষ্টার সুমনের জন্য ধন্য হয়েছে। সবাইকে ধৈর্য ধরে খেলা উপভোগ করার আহবান জানান।
চাটমোহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন। বিশেষ অতিথি থাকবেন, চাটমোহর উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাষ্টার, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, চাটমোহর পৌরসভার সয়র সাখাওত হোসেন সাঁকো, আওয়ামী লীগ নেতা আতিকুল ইসলাম আতিক প্রমুখ।