চাটমোহর রেলবাজারে ব্যারিষ্ট্রার সুমনের খেলা দেখতে জনতার ঢল চাটমোহর রেলবাজারে ব্যারিষ্ট্রার সুমনের খেলা দেখতে জনতার ঢল – দৈনিক পাবনা
  1. admin@dainikpabna.com : admin :
  2. rakibhasnatpabna@gmail.com : Rakib Hasnat : Rakib Hasnat
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৯ অপরাহ্ন
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পাবনায় বাড়ি-ঘরে হামলা ও লুটপাটে নিঃস্ব রিকশাচালকের পরিবার চরতারাপুরে জমির পাট কেটে নিয়ে গেছে প্রতিপক্ষ , বিচারের জন্য ঘুরছে দ্বারে দ্বারে পাবনা-৩ আসনে নৌকার মনোনয়ন চান ফরিদপুরের মেয়র কামরুজ্জামান মাজেদ সুজানগরে যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়নের শুভ উদ্বোধন  নিয়ম বহির্ভূত ভোটার তালিকায় নির্বাচনের পাঁয়তারার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে! প্রতারণা ও জোর করে পাবনায় ভাড়াটিয়ার বিরুদ্ধে ক্লিনিক দখলের অভিযোগ সাবেক ছাত্রনেতা সুইটের গাড়ি বহরে হামলা ও ভাংচুরের অভিযোগ সভাপতি হতে মাদরাসা সুপারকে সাঁথিয়া মেয়রের কক্ষে আটকে রেখে নির্যাতন পাবনায় মামুন মটরসের নতুন আউটলেট উদ্বোধন  সাদুল্লাপুর ইউনিয়ন আ.লীগের উঠান বৈঠক 

চাটমোহর রেলবাজারে ব্যারিষ্ট্রার সুমনের খেলা দেখতে জনতার ঢল

দৈনিক পাবনা ডেস্ক
  • আপডেট সময় : ৩ মাস আগে
  • ২ বার পঠিত

পাবনার চাটমোহর উপজেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম মূলগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশের প্রীতি ফুটবল ম্যাচ দেখতে লাখো জনতার ঢল নেমেছে। শুক্রবার (৭ জুলাই ) বিকেল সাড়ে ৪ টা থেকে ফুটবল খেলা শুরু হবে।

এর আগে বিকেল ৪ টার দিকে ব্যারিষ্টার সায়েদুল হক সুমন রেল বাজার মাঠে এলে এক উৎসব সৃষ্টি হয়। তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

প্রীতি ম্যাচ দেখতে সকাল থেকেই দলে দলে মানুষ আসেন মাঠে। খেলা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। খেলা দেখতে দূর-দূরান্ত থেকে আসছেন হাজার হাজার দর্শক। জমজমাট খেলাটিতে আনন্দে মাতে দর্শক। অনেক দর্শক আশেপাশের বহুতল ভবনের ছাদে বসেই খেলা উপভোগ করছেন।

খেলা দেখতে আসা মো: হোসেন আলী বলেন, ব্যারিষ্ট্রার সুমন ভাইকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগে থেকে চিনতাম। কিন্তু বাস্তবে দখার কোনদিন সুযোগ হয়নি। আজকে সুমন ভাইয়ের খেলা দেখতে দুপুরের মধ্যেই রেল বাজারে চলে আসছি। খেলা শেষে অন্তত তাঁ সঙ্গে একটি সেলফি তুলতে চাই।

আরেক দর্শক আব্দুল কাইয়ুম বলেন, দীর্ঘ দিন পর চাটমোহর রেলবাজারে মাঠে এতো বড় একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে। আমরা পাবনার সুজানগর থেকে একসঙ্গে অনেক বন্ধু খেলা দেখতে আসছি। খুব ভালো লাগছে।

শিলা খাতুন নামের একজন নারী বলেন, সুমন ভাইয়ের খেলা দেখতে আমরা পাবনা শহর থেকে আসছি। খুবই ভালো লাগছে।

নয়ন ইসলাম বলেন, আমাদের চাটমোহরের মাটিতে ব্যারিষ্টার সুমন ভাইকে দেখার জন্য আজ ১০ দিন ধরে অপেক্ষায় রয়েছি। সেই আশা আজ পুরণ হয়েছে।

খেলা আয়োজক কমিটির সদস্য হাফিজুর রহমান বলেন, গত দুই বছর ধরে ব্যারিষ্টার সুমনের সঙ্গে চাটমোহর রেল বাজারে টুর্ণামেন্ট আয়োজনের চেষ্টা করে আসছি। অনেক প্রতিকুলতা ও ব্যস্ততার মধ্যেও ভাই আমাদের সুযোগ দিয়েছেন। এখানে লাখো দর্শকের সমাগম হয়েছে। চাটমোহরের মাটি ব্যারিষ্টার সুমনের জন্য ধন্য হয়েছে। সবাইকে ধৈর্য ধরে খেলা উপভোগ করার আহবান জানান।

চাটমোহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন। বিশেষ অতিথি থাকবেন, চাটমোহর উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাষ্টার, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, চাটমোহর পৌরসভার সয়র সাখাওত হোসেন সাঁকো, আওয়ামী লীগ নেতা আতিকুল ইসলাম আতিক প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক পাবনা
Themes Customized By Shakil IT Park