চাটমোহর প্রিমিয়ার লীগে শহীদ শামসুদ্দিস স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন চাটমোহর প্রিমিয়ার লীগে শহীদ শামসুদ্দিস স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন – দৈনিক পাবনা
  1. admin@dainikpabna.com : admin :
  2. rakibhasnatpabna@gmail.com : Rakib Hasnat : Rakib Hasnat
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:০৪ পূর্বাহ্ন
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
পাবনায় প্রভাবশালীদের অবৈধ বালু উত্তোলনে ভাঙন! শত শত বিঘা ফসলি জমি বিলীন সাদুল্লাপুরে ৩০ কেজির বস্তায় ২৫ কেজি চাল দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে  পাবনায় ২২ মামলায় বিএনপি-জামায়াতের ৩৫১ নেতাকর্মী গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ অবরোধ ও সহিংসতার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল চরতারাপুরে সুদের টাকা আদায়ে বৃদ্ধার ঘরে তালা দিল কারবারীরা! চরতারাপুরে ইলিশ ধরা থেকে বিরত রাখতে জেলেদের মাঝে চাল বিতরণ পাবনায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আ.লীগ নেতার ব্যতিক্রমী উদ্যোগ পাবনায় বাড়ি-ঘরে হামলা ও লুটপাটে নিঃস্ব রিকশাচালকের পরিবার চরতারাপুরে জমির পাট কেটে নিয়ে গেছে প্রতিপক্ষ , বিচারের জন্য ঘুরছে দ্বারে দ্বারে

চাটমোহর প্রিমিয়ার লীগে শহীদ শামসুদ্দিস স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১ বছর আগে
  • ১১২ বার পঠিত

পাবনার চাটমোহর ক্রিকেট একাডেমির আয়োজনে চাটমোহর প্রিমিয়ার লীগ (সিপিএল) চ্যাম্পিয়ন হয়েছে শহীদ শামসুদ্দিন স্মৃতি সংঘ। শনিবার (১৯ নভেম্বর) সকালে চাটমোহর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শহীদ শামসুদ্দিন স্মৃতি সংঘ ১৪ রানে রেলবাজার রয়েলসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রেলবাজার রয়েলস। প্রথমে ব্যাট করতে নেমে শহীদ শামসুদ্দিন স্মৃতি সংঘ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে। দলের পক্ষে মামুন সর্বোচ্চ ৫০ ও কামরুল ২২ রান সংগ্রহ করেন। রেলবাজার রয়েলস এর পক্ষে সজিব ও সুজন ৩টি করে উইকেট লাভ করেন।

জবাবে রেলবাজার রয়েলস ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সাজ্জাদ সর্বোচ্চ ৩৩ ও বিপ্লব ২০ রান সংগ্রহ করেন। শহীদ শামসুদ্দিন স্মৃতি সংঘের পক্ষে কামরুল ও সাকলাইন ২টি করে উইকেট লাভ করেন।

৫০ রান ও ১ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শহীদ শামসুদ্দিন স্মৃতি সংঘের মামুন। আর পুরো টুর্নামেন্টে ১৪টি উইকেট নিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন একই দলের নুর। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এদিন সকালে ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চাটমোহর ক্রিকেট একাডেমির সভাপতি মমতাজ মহল।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, গুনাইগাছা ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু, পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক জুয়েল মির্জা, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, চাটমোহর ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক ফজলুল হক কালু, সাবেক ছাত্রলীগ নেতা রাজিব বিশ্বাস রাজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক পাবনা
Themes Customized By Shakil IT Park