গোপনে দেশ ছাড়লেন পাবিপ্রবির সাবেক প্রক্টর প্রীতম গোপনে দেশ ছাড়লেন পাবিপ্রবির সাবেক প্রক্টর প্রীতম – দৈনিক পাবনা
  1. admin@dainikpabna.com : admin :
  2. rakibhasnatpabna@gmail.com : Rakib Hasnat : Rakib Hasnat
শনিবার, ১০ জুন ২০২৩, ১১:৩৯ অপরাহ্ন
শনিবার, ১০ জুন ২০২৩, ১১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মেয়ে নিয়ে প্রবেশ করতে না দেয়ায় পাবিপ্রবি ছাত্রলীগের বিরুদ্ধে দোকান ভাঙচুরের অভিযোগ দোগাছিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় হাতেনাতে ধরা ব্যবসায়ী ফরিদপুরের কেএম মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে ফল উৎসব রাষ্ট্রপতির আদেশে পাবিপ্রবির ৬ কর্মকর্তার তুরস্ক সফর বাতিল ঘোষণা ছাত্রলীগ নেতা জনির অত্যাচারে অতিষ্ট পাবনার ভাঁড়ারাবাসী আগুনে ৩ ঘর ভস্মীভূত ও পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি পাবনায় ভাঙন আতঙ্কে নদী পাড়ের মানুষ, হুমকিতে পল্লী বিদ্যুৎ সাবস্টেশন নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে লাভ নেই, সংবিধান অনুযায়ীই নির্বাচন: কৃষিমন্ত্রী তারাশে পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রাচীর ভাংচুর ও জমি দখলের অভিযোগ  মালিগাছায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ

গোপনে দেশ ছাড়লেন পাবিপ্রবির সাবেক প্রক্টর প্রীতম

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১ বছর আগে
  • ১২২ বার পঠিত

Tags: , ,

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাবেক প্রক্টর ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক প্রীতম কুমার দাস গোপনে দেশ ছেড়েছেন বলে জানা গেছে। শনিবার বিষয়টি জানাজানি হলে এটি ক্যাম্পাসে আলোচিত খবরে পরিণত হয়।

পাবিপ্রবির বিভিন্ন সূত্র জানায়, সদ্যবিদায়ী উপাচার্য অধ্যাপক এম রোস্তম আলীর মেয়াদের প্রায় পুরোটা সময় অধ্যাপক প্রীতম কুমার দাস প্রক্টরের দায়িত্ব পালন করেন। এ সময় তিনি নানা অনিয়মে জড়িয়ে পড়েন। গবেষণা-প্রবন্ধে চৌর্যবৃত্তি, বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ সংস্কার ও সৌন্দর্য্যবর্ধন বেঞ্চ নির্মাণে অর্থ আত্মসাৎ, বিজ্ঞাপন প্রদান কমিটির আহ্বায়ক হিসেবে প্রায় কোটি টাকার হিসেবে অনিয়ম, নিজ বিভাগের ল্যাবরেটরির বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়ে অনিয়মসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ সব বিষয়ে তদন্তের মুখোমুখি হওয়ার ভয়ে নতুন উপাচার্য যোগদানের আগেই কাউকে না জানিয়ে অতি গোপনে যুক্তরাষ্ট্রে গেছেন তিনি

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিজন ব্রহ্ম বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ছুটি না নিয়ে এবং মন্ত্রণালয়ের জিও ছাড়াই গোপনে দেশ ছাড়ায় বিধি অনুযায়ী তার বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন উপাচার্য যোগদানের পর তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে অভিযুক্ত অধ্যাপক প্রীতম কুমার দাসের নম্বরে কল করলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। ফেসবুক ম্যাসেঞ্জারে কল দেওয়া হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার ফেসবুক পেজে যুক্তরাষ্ট্র যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তার ঘণিষ্ঠজনেরা জানান, উচ্চতর পড়াশুনার জন্য তিনি যুক্তরাষ্ট্রে গেছেন।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক পাবনা
Themes Customized By Shakil IT Park