শনিবার (১৬ জুলাই) সন্ধায় কাজিরহাট-আরিচা নৌপথে অতিরিক্ত যাত্রী বহন করার অভিযোগে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না।
তিনি বলেন, দীর্ঘদিন ধরেই কাজিরহাট -আরিচা নৌপথে লঞ্চ ও স্পীডবোর্টে ধারণ ক্ষমতার দিগুনেরও বেশি যাত্রী নিয়ে নদী পারাপার করেন। কিছু কিছু স্পীডবোর্ট ঝুঁকি নিয়ে রাতেও চালানো হয়। এমন অভিযোগের ভিত্তিতে ঘাটের স্পীডবোর্টচালক মোঃ স্বাধীন, লঞ্চ মালিক মোঃ নূর ইসলামকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, স্পীডবোর্টে ১২ জন যাত্রী বহন করার কথা থাকলেও তারা বিধি নিষেধ অমান্য করে ১২ জনের পরিবর্তে ১৮ থেকে ২০ জন করে যাত্রী বহন করে আসছিল। লঞ্চে ১৪০ জন যাত্রী বহন করার কথা থাকলেও ১৪০ জনের পরিবর্তে ৩৫০-৪০০জন যাত্রী পরিবহন করেছিলো। যেটি জনগণের জানমালের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আমরা প্রশাসনের পক্ষ থেকে বারবার বলার পরও তারা আদেশ অমান্য করে লঞ্চ-স্পীডবোর্ট পরিচালনা করে আসছিল।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না।
এসময় আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রওশন আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে সহযোগীতা করেন।