জাতীয় মহিলা শ্রমিক লীগের ঈশ্বরদী উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ৩২ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক করা হয়েছে মোছা. নাসিমা বেগম এবং যুগ্ম-আহবায়ক করা হয়েছে মোছা: আফরোজা খাতুনকে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় মহিলা শ্রমিক লীগের পাবনা জেলা শাখার আহ্বায়ক মোছাঃ তুরাণী বেগম ও সদস্য সচিব চন্দনা আক্তার চাঁদনী এই কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মোছা: নার্গিস, মোছা: জাহিদা পারভীন, স্মৃতি খাতুন, মোছা: জেসমিন আক্তার, শিখা বেগম, মোছা: শিলা খাতুন, মোছা: পারভীন, মোছা: শামীম আরা শিলা, মোছা: রওশন আরা, মোছা: আকলিমা খাতুন, মোছা: কেয়া, মোছা: আলেকজান বেওয়া, শ্যামলী দাস, মোছা: নুরজাহান, মুনিরা বেগম, মোছা: কুলসুম. লিপি খাতুন, মোছাঃ মদিনা, মোছা: সাহিদা, মোছা: ফারহানা, মোছা: মাছুরা খাতুন, পূজা দাস, সবিতাদাস, সাহেরা বেগম, শ্রাবন্তী বর্ষা, শাহিদা, রিনা, রুমা, আলো বেগম ও সাজু বেগম।