পাবনায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ পাবনায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ – দৈনিক পাবনা
  1. admin@dainikpabna.com : admin :
  2. rakibhasnatpabna@gmail.com : Rakib Hasnat : Rakib Hasnat
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১১:১৮ অপরাহ্ন
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১১:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পাবনায় প্রভাবশালীদের অবৈধ বালু উত্তোলনে ভাঙন! শত শত বিঘা ফসলি জমি বিলীন সাদুল্লাপুরে ৩০ কেজির বস্তায় ২৫ কেজি চাল দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে  পাবনায় ২২ মামলায় বিএনপি-জামায়াতের ৩৫১ নেতাকর্মী গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ অবরোধ ও সহিংসতার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল চরতারাপুরে সুদের টাকা আদায়ে বৃদ্ধার ঘরে তালা দিল কারবারীরা! চরতারাপুরে ইলিশ ধরা থেকে বিরত রাখতে জেলেদের মাঝে চাল বিতরণ পাবনায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আ.লীগ নেতার ব্যতিক্রমী উদ্যোগ পাবনায় বাড়ি-ঘরে হামলা ও লুটপাটে নিঃস্ব রিকশাচালকের পরিবার চরতারাপুরে জমির পাট কেটে নিয়ে গেছে প্রতিপক্ষ , বিচারের জন্য ঘুরছে দ্বারে দ্বারে

পাবনায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ২ বছর আগে
  • ১৩১ বার পঠিত

পাবনার ঈশ্বরদীতে তরমুজবোঝাই একটি ট্রাককে অভারটেক করার সময় রাস্তায় ছিটকে পড়া মোটরসাইকেলটিকে বাঁচাতে গিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে ঈশ্বরদী উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃৃহস্পতিবার (৫ মে) সকালে সলিমপুর ইউনিয়নের জয়নগর এলাকার চাঁদ আলির মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সলিমপুর ইউনিয়নের চরমিরকামারি গ্রামের সুজন হোসেনের ছেলে মেহেদী হাসান বিজয় (২১) ও ট্রাকের হেলপার। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের পরিদর্শক অপু কুমার জানান, সকালে লালনশাহ সেতু রোডে কুষ্টিয়া হতে দাশুড়িয়া যাওয়ার সময় চাঁদ আলি মোড়ে তরমুজবোঝাই ট্রাককে ওভারটেক করতে গিয়ে একটি মোটরসাইকেল রাস্তায় ছিটকে পড়ে । এ সময় তাদের বাঁচাতে গিয়ে ট্রাকটি গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

ঈশ্বরদী উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মশিউর রহমান জানান, ঘটনার পরে ২ জনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। মূলত দুজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। আহত ৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ঈশ্বরদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিস কুমার শ্যান্নাল ঢাকা পোস্টকে জানান, ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে একজনের নাম-পরিচয় জানা গেছে। অপর নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে করে ফাঁড়িতে আনা হয়েছে। চালক পলাতক হওয়ায় আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক পাবনা
Themes Customized By Shakil IT Park