ঈশ্বরদীতে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতার মুক্তির দাবি ঈশ্বরদীতে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতার মুক্তির দাবি – দৈনিক পাবনা
  1. admin@dainikpabna.com : admin :
  2. rakibhasnatpabna@gmail.com : Rakib Hasnat : Rakib Hasnat
শনিবার, ১০ জুন ২০২৩, ০৯:২৭ পূর্বাহ্ন
শনিবার, ১০ জুন ২০২৩, ০৯:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মেয়ে নিয়ে প্রবেশ করতে না দেয়ায় পাবিপ্রবি ছাত্রলীগের বিরুদ্ধে দোকান ভাঙচুরের অভিযোগ দোগাছিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় হাতেনাতে ধরা ব্যবসায়ী ফরিদপুরের কেএম মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে ফল উৎসব রাষ্ট্রপতির আদেশে পাবিপ্রবির ৬ কর্মকর্তার তুরস্ক সফর বাতিল ঘোষণা ছাত্রলীগ নেতা জনির অত্যাচারে অতিষ্ট পাবনার ভাঁড়ারাবাসী আগুনে ৩ ঘর ভস্মীভূত ও পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি পাবনায় ভাঙন আতঙ্কে নদী পাড়ের মানুষ, হুমকিতে পল্লী বিদ্যুৎ সাবস্টেশন নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে লাভ নেই, সংবিধান অনুযায়ীই নির্বাচন: কৃষিমন্ত্রী তারাশে পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রাচীর ভাংচুর ও জমি দখলের অভিযোগ  মালিগাছায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ

ঈশ্বরদীতে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতার মুক্তির দাবি

নিজস্ব প্রতিনিধি, ঈশ্বরদী
  • আপডেট সময় : ৯ মাস আগে
  • ১০৯ বার পঠিত

ঈশ্বরদী পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, পাবনা জেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক এবং ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মেহেদী হাসান এর গ্ৰেফতারের প্রতিবাদ এবং বিএনপির ৪৭নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল উপজেলা ও পৌর শাখা।

 

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে শহরের পশ্চিমটেংরি ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মিলনায়তনে এ সংসম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল পাবনা জেলা সেচ্ছাসেবকদলের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সোহেল আহমেদ খান। পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল ঈশ্বরদী পৌর শাখার সিনিয়র ‍যুগ্ন আহবায়ক আওয়াল কবীর।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির নেতা রবিউল ইসলাম রবি।

লিখিত বক্তব্যে বলেন, বিগত ১৪ সাল ও ১৮ সালের ন্যায় এই স্বৈরাচারী, ভোটচোর, মাফিয়া সরকার নামে খ্যাত শেখ হাসিনা আবারও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটার বিহীন আরেকটি নির্বাচন করার লক্ষ্যে নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারই ধারাবাহিকতাই সুষ্ঠু ও শান্তিপূর্ন কর্মসূচিতে হামলা-মামলা,গুম,খুন, হত্যার মত ন্যাক্কার-ধিক্কারজনক কর্মকান্ডে লিপ্ত হয়েছে।লিখিত বক্তব্যে আরো বলেন, আওয়ামী প্রশাসনের স্বেচ্ছাচারিতায় আজ সমগ্র দেশবাসীর কাছে ভয়াবহ বিভীষিকায় পরিণত হয়েছে।

 

জনগণের রসানলের মুখে পরে এই স্বৈরাচারী সরকার বেহুশ হয়েছে পড়েছে। নিজেদের এই দেওলিয়াত্বকে আড়াল করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধানের আন্দোলনকে দমানোর জন্য পুলিশ বাহিনী মিথ্যা ও বানোয়াট ফরমায়েসী ওয়ারেন্ট দেখিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল ঈশ্বরদী উপজেলা শাখার সদস্য সচিব ও পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসানকে গ্রেফতার দেখিয়ে পাবনা জেল হাজতে প্রেরণ করে। তারা মেহেদী হাসানের গ্রেফতারের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ শাকিল আহমেদ সরদার, মোঃ রুমন আলী, মোঃ আল আমিন হোসেন, মোঃ আমিনুল ইসলাম জনি, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ রাসেল পারভেজ, মোঃ ফায়সাল আহম্মেদ ফারুক, মোঃ আজাদুল ইসলাম, মোঃ রওশন আলম পাপ্পু, মোঃ নাজমুল হোসেন পলাশ, পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ আব্দুল্লাহ রউফ আব্দুল, সাবেক ছাত্রনেতা মোঃ ফয়সাল ইকবাল জুয়েল, মোঃ আমাল হোসেন, উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য মোঃ পিল হোসেন, মোঃ আসাদুল ইসলাম আসাদ, পৌর সেচ্ছাসেবকদলের সদস্য এ্যাডভোকেট মোঃ ফরিদুল ইসলাম, শ্রী মিলন কুমার দাস, পৌর ২নং ওয়ার্ড যুবদলে সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ, মোঃ রুবেল রানা, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান বিটু, মোঃ সিহাব হোসেন অপুু, পৌর ছাত্রদলের মোঃ নাজমুল হাসান রিসাদ, মোঃ আতিকুজ্জামান আতিক, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের মোঃ মাহমুদুল ইসলাম শাওন, মোঃ মাহিম মেহরাবসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ সংগঠনের কয়েকশ’ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক পাবনা
Themes Customized By Shakil IT Park