ঈশ্বরদীতে একদিনে ৪ লাশ উদ্ধার ঈশ্বরদীতে একদিনে ৪ লাশ উদ্ধার – দৈনিক পাবনা
  1. admin@dainikpabna.com : admin :
  2. rakibhasnatpabna@gmail.com : Rakib Hasnat : Rakib Hasnat
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:২১ পূর্বাহ্ন
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
চরতারাপুরে জমির পাট কেটে নিয়ে গেছে প্রতিপক্ষ , বিচারের জন্য ঘুরছে দ্বারে দ্বারে পাবনা-৩ আসনে নৌকার মনোনয়ন চান ফরিদপুরের মেয়র কামরুজ্জামান মাজেদ সুজানগরে যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়নের শুভ উদ্বোধন  নিয়ম বহির্ভূত ভোটার তালিকায় নির্বাচনের পাঁয়তারার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে! প্রতারণা ও জোর করে পাবনায় ভাড়াটিয়ার বিরুদ্ধে ক্লিনিক দখলের অভিযোগ সাবেক ছাত্রনেতা সুইটের গাড়ি বহরে হামলা ও ভাংচুরের অভিযোগ সভাপতি হতে মাদরাসা সুপারকে সাঁথিয়া মেয়রের কক্ষে আটকে রেখে নির্যাতন পাবনায় মামুন মটরসের নতুন আউটলেট উদ্বোধন  সাদুল্লাপুর ইউনিয়ন আ.লীগের উঠান বৈঠক  পাবনা আইডিয়াল ম্যাটস এন্ড আইএমটির নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

ঈশ্বরদীতে একদিনে ৪ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১ বছর আগে
  • ১২০ বার পঠিত

পাবনার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্থানে একদিনে পৃথক পৃথক ঘটনায় চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

এসব ঘটনার মধ্যে রয়েছে— রবিবার আত্মহত্যার দুটি ঘটনা, মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ এবং ট্রেনের ছাদ থেকে অজ্ঞাতনামা আরও একটি লাশ উদ্ধার করা হয়েছে ।

ঈশ্বরদী থানার এসআই শাহীন জানান, শহরের আলহাজ মোড় এলাকায় মার্কেটের পেছনের একটি ঘরে মানসিক ভারসাম্যহীন আমিরুল ইসলাম আমিন (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। মৃতদেহের শরীরে পোকা লেগে গিয়েছিল।

এলাকাবাসী জানান, প্রায় ১২ বছর আগে স্ত্রীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর তিনি একাই এখানে থাকতেন। তার দুই ছেলে। কিন্তু কেউ কোনো খোঁজ করত না ।

পাকশীর রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুল ইসলাম জানান, চররূপপুর সরদারপাড়ায় শারমিন খাতুন (২০ ) নামে এক গৃহবধূ ঘরের ডাবের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ওই এলাকার সোহাগ হোসেনের স্ত্রী। পারিবারিক দ্বন্দ্বে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে ।

ঈশ্বরদী জংশন স্টেশনে রকেট মেইলের ছাদ থেকে বিকালে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
এসআই আমজাদ আলী চৌধুরী জানান, যাত্রীদের কাছে খবর পেয়ে ইঞ্জিনের পেছনের বগির ছাদ থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার কোনো পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, আরেকটি ঘটনা ঘটেছে সাহাপুর ইউনিয়নের বাবুলচরা গ্রামে। আছিয়া খাতুন (২৭) নামে এক গৃহবধূর মরদেহ রাত সাড়ে ৮টায় উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার মিজানুর রহমানের স্ত্রী।

এসআই মুকুল মিঞা জানান, আছিয়া দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি বিষপানে আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছে।

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, সবকটি লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক পাবনা
Themes Customized By Shakil IT Park