জাহাঙ্গীর আলম :ইসলামী ব্যাংক হাজিরহাট এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়ছে।
এ উপলক্ষে গত বুধবার বিকাল পাঁচ টায় ইসলামী ব্যাংক হাজিরহাট এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে মাহতাব উদ্দিনের সভাপতিত্বে ও মোঃ ইব্রাহিম খলিলুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পাবনা শাখার ভাইস প্রেসিডেন্ট ম্যানেজার অপারেশন আব্দুল আউয়াল।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর স্মার্ট ব্যাংকিং ব্যবস্থা বিষয়ে আলোকপাত করেন।
বিশেষ অতিথি হিসেবে এস এম ইদ্রিস আলী, স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ হাজিরহাট এজেন্ট আউটলেট ইনচার্জ খাইরুল ইসলাম, আরিফপুর জে.ইউ. এস ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মতিউর রহমান ও ভাইস প্রিন্সিপাল মাওলানা মাকসুদুর রহমান।
গ্রাহকদের মধ্য থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক মন্ডল মৎস্য ব্যবসায়ী ইকরাম। ইমরান হোসেন প্রেট্রলিয়াম এম্বাসি ও ইমরান ষ্টোরের ম্যানেজিংক ডিরেক্টর ইমরান হোসেন এছাড়াও ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন!