অপরাজনীতিকে আবারও রুখে দেবে বাঙালি : ডেপুটি স্পিকার অপরাজনীতিকে আবারও রুখে দেবে বাঙালি : ডেপুটি স্পিকার – দৈনিক পাবনা
  1. admin@dainikpabna.com : admin :
  2. rakibhasnatpabna@gmail.com : Rakib Hasnat : Rakib Hasnat
শনিবার, ১০ জুন ২০২৩, ১১:২৭ পূর্বাহ্ন
শনিবার, ১০ জুন ২০২৩, ১১:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মেয়ে নিয়ে প্রবেশ করতে না দেয়ায় পাবিপ্রবি ছাত্রলীগের বিরুদ্ধে দোকান ভাঙচুরের অভিযোগ দোগাছিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় হাতেনাতে ধরা ব্যবসায়ী ফরিদপুরের কেএম মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে ফল উৎসব রাষ্ট্রপতির আদেশে পাবিপ্রবির ৬ কর্মকর্তার তুরস্ক সফর বাতিল ঘোষণা ছাত্রলীগ নেতা জনির অত্যাচারে অতিষ্ট পাবনার ভাঁড়ারাবাসী আগুনে ৩ ঘর ভস্মীভূত ও পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি পাবনায় ভাঙন আতঙ্কে নদী পাড়ের মানুষ, হুমকিতে পল্লী বিদ্যুৎ সাবস্টেশন নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে লাভ নেই, সংবিধান অনুযায়ীই নির্বাচন: কৃষিমন্ত্রী তারাশে পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রাচীর ভাংচুর ও জমি দখলের অভিযোগ  মালিগাছায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ

অপরাজনীতিকে আবারও রুখে দেবে বাঙালি : ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ৬ মাস আগে
  • ৫২ বার পঠিত

ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রশিক্ষিত করেছিলেন। নিরস্ত্র বাঙালি তাদের নিজস্ব সংস্কৃতিতে উজ্জীবিত হয়ে যুদ্ধের মাধ্যমে মাত্র ৯ মাসে পাকিস্তানি সশস্ত্র হানাদার বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করেছিল। সংকট এলে এই জাতি আবারও তাদের উত্তরাধিকারদের রুখে দেবে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) পাবনার সাঁথিয়া থিয়েটারের ৪০ বছর পূর্তি উপলক্ষে ‘হাতের মুঠোয় হাজার বছর, আমরা চলেছি সামনে’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী লোকনাট্য উৎসব-২০২২ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

ডেপুটি স্পিকার বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে পাকিস্তানি ভাবধারার রাজনীতি এদেশে চালু করার আমরণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা এখন দুর্বল অবস্থায় রয়েছে কিন্তু নিশ্চিহ্ন হয়ে যায়নি। প্রতিটি পরিবারকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে, তাহলেই চিহ্নিত শত্রুদের নির্মূল করা সম্ভব হবে।

মো. শামসুল হক টুকু বলেন, বাংলাদেশ গ্রাম থিয়েটার মাটি ও মানুষে নিমগ্ন হয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে যাতে বাংলাদেশ কোনো সংকটে পতিত না হয়। আর আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত থাকি তাহলে কোনো অপরাজনীতি, অপসংস্কৃতি ও জঙ্গিবাদ আমাদের আঘাত হানতে পারবে না।

অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়, কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।

সাঁথিয়া গ্রাম থিয়েটারের সভাপতি আব্দুদ দাইন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হোসেন ময়না। এছাড়া সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, বেড়া পৌর মেয়র অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খানসহ সাঁথিয়ার স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক পাবনা
Themes Customized By Shakil IT Park